Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘অকশন থিওরি’কে স্বীকৃতি, অর্থনীতিতে নোবেল দুই মার্কিনিকে

নিজস্ব সংবাদদাতা : অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ পল আর মিলগ্রোম ও রবার্ট বি উইলসন। নিলামের তত্ত্ব (অকশন থিওরি) ও কার্যপদ্ধতি ব্যাখ্যা-সহ নিলামের মাধ্যমে পণ্য-বিপণনের বিকল্প পদ্ধতির খোঁজ দিয়ে বাজিমাত করলেন এই দুই অর্থনীতিবিদ। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত দু’জন অর্থনীতিবিদ।

- Sponsored -

নোবেল কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, ”সর্বত্রই এখন অকশন হয় এবং তা আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। এই দুই মার্কিন অর্থনীতিবিদ যে আবিষ্কার করেছেন, তার ফলে বিশ্বজুড়ে ক্রেতা, বিক্রেতা ও করদাতারা উপকৃত হয়েছেন।”

নোবেল কমিটি আরও মনে করে, ”তাঁরা যে নতুন অকশন ফরম্যাট তৈরি করেছেন, তার থেকে প্রমাণিত হয়েছে প্রাথমিক গবেষণা থেকেই এমন একটা উদ্ভাবন সম্ভব যা সমাজের উপকারে লাগবে।”

আগামী ১০ ডিসেম্বর নরওয়ের রাজধানী অসলোতে আয়োজিত অনুষ্ঠানে মেডেল ও পুরস্কার অর্থ তুলে দেওয়া হবে অর্থনীতিবিদ পল আর মিলগ্রোম ও রবার্ট বি উইলসনকে।

 

 

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.