প্রয়াত বাচিকশিল্পী গৌরী ঘোষ, শিল্প ও সংস্কৃতি জগতে শোকের ছায়া
নিজস্ব সংবাদদাতা : প্রয়াত বাচিকশিল্পী গৌরী ঘোষ। শহরের বেসরকারি আর এন টেগোর হাসপাতালে জীবনযুদ্ধে হার মানলেন তিনি। প্রতিথযশা এই বাচিকশিল্পীর প্রয়াণে শিল্প ও সংস্কৃতি জগতে শোকের ছায়া। গত সাতদিন ধরে ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন তিনি। বৃহস্পতিবার সকাল ৮.৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। রেডিওতে উপস্থাপক হিসাবেই গৌরী ঘোষ ও পার্থ ঘোষের পথ চলা শুরু। দীর্ঘদিন কাজ করেছেন আকাশবাণীতে। এদিন গৌরী ঘোষের মৃত্যুর সঙ্গে সঙ্গেই ভেঙে গেল পার্থ ঘোষ-গৌরী ঘোষ জুটিও।
গৌরী ঘোষের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। শোকবার্তায় তিনি লেখেন, ‘গৌরী ঘোষের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর অনবদ্য আবৃত্তি শ্রোতাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। তিনি দীর্ঘদিন আকাশবাণী কলকাতা কেন্দ্রের উপস্থাপিকা হিসেবে কাজ করছেন। তাঁর প্রয়াণ সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় ক্ষতি। আমি গৌরী ঘোষের আত্মীয়, পরিজন ও অনুরাগীদের। আন্তরিক সমবেদনা জানাচ্ছি। পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সদস্য গৌরী ঘোষকে রাজ্য সরকার ২০১৮ সালে ‘কাজী সব্যসাচী সম্মান’ প্রদান করেছিল।’
Comments are closed.