Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

রিয়ালের দাপটে বার্সার স্বপ্নভঙ্গ

অমিয় রায়

বার্সেলোনাকে হারিয়ে জয়ে প্রত্যাবর্তন রিয়াল মাদ্রিদের। শনিবার দর্শকশূন্য ক্যাম্প ন্যু-তে মরসুমের প্রথম এল-ক্লাসিকোয় পাঁচ মিনিটেই গোল করে রিয়ালকে এগিয়ে দেন ফেদ্রিকো ভালভার্দে। তিন মিনিটের মধ্যেই অবশ্য ১-১ করে দেন আনসু ফাতি। সেই সঙ্গে এল ক্লাসিকোয় সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার নজিরও গড়লেন ১৭ বছর ৩৫৯ দিনের বার্সা তারকা। পিছিয়ে নেই জ়িদানও। রিয়ালের ম্যানেজার হিসেবে ক্যাম্প ন্যু-তে বার্সেলোনার বিরুদ্ধে অপরাজিতই থাকলেন। এখনও পর্যন্ত ছ’টি ম্যাচের মধ্যে জিতেছেন তিনটিতে। ড্র করেছেন তিনটি ম্যাচে। ২০১২-১৩ মরসুমের পরে রিয়ালও টানা তিনটি এল-ক্লাসিকোয় অপরাজিত থাকল।

- Sponsored -

শনিবার জ়িদানের রণকৌশলেই লিয়োনেল মেসি ভয়ঙ্কর হয়ে উঠতে পারলেন না। যদিও ২৪ মিনিটে গোল করার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু পেনাল্টি বক্সের ভিতর থেকে নেওয়া তাঁর ডান পায়ের শট বাঁচান রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়া। দ্বিতীয়ার্ধেও শুরু থেকে আক্রমণের ঝড় তুলতে শুরু করে রিয়াল। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে র‌্যামোস ২-১ করেন। বার্সার ক্লেমঁ লংলে নিজেদের পেনাল্টি বক্সে ফাউল করেছিলেন রিয়াল অধিনায়ককে। ভিডিয়ো অ্যাসিট্যান্ট রেফারি (ভার) প্রযুক্তির সাহায্যে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। গোল করেই ৪৫তম এল ক্লাসিকো স্মরণীয় করে রাখলেন র‌্যামোস। যদিও পেনাল্টি নিয়ে ক্ষোভ রয়েছে বার্সা শিবিরে। ৬৯ মিনিটে চোট পাওয়া ভালভার্দেকে তুলে লুকা মদ্রিচকে নামান জ়িদান। ৯০ মিনিটে গোল করে ফরাসি কিংবদন্তির আস্থার মর্যাদা দেন তিনি।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.