আজ রাহুলের বিপক্ষে কোহলির বিরাট লড়াইয়ের অপেক্ষা, শিশির বড় ফ্যাক্টর
সৌরভ রায়
বিরাট কোহলি ও কেএল রাহুল শিবিরের মধ্যে লড়াই দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট দুনিয়া। আজ কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামছে আরসিবি। এই দুই দলের শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে বিরাটের আরসিবি। শেষ ৫টি ম্যাচের মধ্যে আরসিবি জিতেছে ৪টি। গত দুই বছরই আইপিএলে আরসিবি এর কাছে দুটি করে ম্যাচ হেরেছে রাহুলের পঞ্জাব। পাশাপাশি চলতি আইপিএলে প্রথম ম্যাচেই হায়দরাবাদকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর বিরাটের দল। অন্যদিকে ভালো খেললেও শেষ ম্যাচে দিল্লির কাছে সুপার ওভারে হেরে যায় কিংস ইলেভেন। বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হবে বলে জানিয়েছেন পিচ কিউরেটর। ফলে এদিনও একটা হাইস্কোরিং ম্যাচ হতে পারে। অন্যদিকে শিশির একটা বড় ফ্যাক্টর হয়ে উঠছে এবারের আইপিএল এ। পিচ যত ধীর গতির হয়ে যাবে, শিশিরের ভূমিকা তত বাড়বে। এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ফর্ম্যাটের অধিনায়ক এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওপেনার অ্যারন ফিঞ্চ। বুধবার তিনি বলেছেন, ‘‘এই প্রতিযোগিতায় শিশির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ম্যাচগুলোয় যতটা আশা করা হয়েছিল, তার চেয়ে বেশি শিশির পড়েছে।’’ ফিঞ্চ আরও বলেছেন, ‘‘এর পরে যত প্রতিযোগিতা গড়াবে, একই পিচে বারবার খেলা হবে। তখন পিচ আরও ধীর গতির হয়ে উঠবে। শিশিরের ভূমিকাও আরও বাড়বে।’’
এদিনের ম্যাচে আরসিবি অধিনায়কের কাছে একটা বড় রানের প্রত্যাশায় সমর্থকরা। কারণ গত ম্যাচে সে ভাবে রান পাননি বিরাট। গত ম্যাচে দারুণ একটা ইনিংস উপহার দিয়েছিলেন দেবদূত পাডিক্কাল ও এবি। এই ম্যাচে আবারও তাঁদের থেকে ভালো ইনিংসের প্রত্যাশা থাকবে। অজি ওপেনার অ্যারন ফ্রিঞ্চকে ঘিরেই চড়ছে প্রত্যাশার পারদ। বোলিং বিভাগ সম্ভবত অপরিবর্তিত থাকছে এদিন। শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, উমেশ যাদব, ডেল স্টেইন, যুজবেন্দ্র চাহাল, নভদীপ সাইনিকেই খেলানো হতে পারে।
কিংস ইলেভেন দলও অপরিবর্তিত থাকতে পারে। কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), মায়াঙ্ক আগরওয়াল, করুণ নায়ার, গ্লেন ম্যাক্সওয়েল, নিকোলাস পুরান, সরফরাজ খান, কৃষ্ণাপ্পা গৌতম, রবি বিষ্ণোই, ক্রিস জর্ডন, শেলডন কোটরেল, মহম্মদ শামি। আগের ম্যাচে রান পাননি গ্লেন ম্যাক্সওয়েল। এ ম্যাচে ম্যাক্সওয়েলকে সমর্থকদের খুশি করতে একটা বড় ইনিংস খেলতে হবে।
Comments are closed.