হোটেলের বারান্দায় ফিটনেস চর্চা আরসিবি অধিনায়কের, ভিডিয়ো ভাইরাল

সৌরভ রায়
আইপিএলের জন্য তৈরি হচ্ছেন ক্রিকেটাররা। সব দলই এখন সংযুক্ত আরব আমিরশাহীতে। আইপিএলের জন্য তৈরি হচ্ছেন ক্রিকেটাররা। আরসিবি-ও প্রস্তুতি সারছে। অধিনায়ক বিরাট কোহলিও ঝরাচ্ছেন ঘাম। আর সেই ছবিই ফুটে উঠেছে আরসিবি-র পোস্ট করা ভিডিয়োয়। বুধবার ভিডিয়োটি পোস্ট করে আরসিবি। যাতে দেখা যাচ্ছে হোটেলের ব্যালকনিকেই কার্যত জিম বানিয়ে তুলেছেন তিনি। সেই ভিডিও দেখে বিরাটকে আইপিএল-এর জন্য শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।
Welcome to Captain Kohli’s b̶a̶l̶c̶o̶n̶y̶ gym. Seize the day! #PlayBold #BoldIsFit #WeAreChallengers pic.twitter.com/0ek23ZSnwR
— Royal Challengers Bangalore (@RCBTweets) August 26, 2020
পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে পুশ-আপ, ওজন তোলায় ব্যস্ত বিরাট কোহলি। ফিটনেসের যে আলাদা গুরুত্ব আছে তাঁর কাছে, এটা ক্রিকেটবিশ্বে কারওর অজানা নয়। কোহলিকে প্রায়ই দেখা যায় জিমের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে। এই ভিডিয়ো তাঁর ফিটনেস-প্রেমেরই উদাহরণ হয়ে থাকছে। আইপিএল এ বার অধিনায়ক কোহলির কাছে বাড়তি চ্যালেঞ্জের। এখনও পর্যন্ত আইপিএলে এক বারও চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবি। যার ফলে প্রশ্নের মুখে পড়ছে তাঁর নেতৃত্ব। যদিও আরসিবি চেয়ারম্যান সঞ্জীব চুড়িওয়ালা অধিনায়ক হিসেবে কোহলির উপরেই আস্থা রাখার কথা বলেছেন।
Comments are closed.