Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ভক্তশূন্য রথযাত্রা! ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে পুরীতে রথযাত্রার সূচনা রাজার

নিজস্ব সংবাদদাতা : করোনা আবহে পুরীতে পালিত হচ্ছে রথযাত্রা। প্রতিবারের মতো এবারও পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে রথযাত্রার সূচনা করেন৷ জগন্নাথদেবের রথের নাম ‘নন্দীঘোষ’, বলভদ্রের রথের নাম ‘তালধ্বজ’ এবং সুভদ্রার রথের নাম ‘দর্পদলন’। এই তিনটি রথ যে রাস্তা ধরে যাবে, সেই রাস্তা সংলগ্ন ছোট ছোট রাস্তাগুলিও আটকে দেওয়া হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে, পুরী শহরজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। রবিবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত কারফিউ জারি থাকবে পুরীতে।

গত বছরের মতো এবারও ভক্তশূন্য জগন্নাথধাম। এবার পুরীর রথযাত্রায় অংশ নিচ্ছেন ৩ হাজার সেবায়েত ও ১ হাজার কর্মী। রথযাত্রায় অংশ নেওয়ার জন্য প্রত্যেকের আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট ও ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

- Sponsored -

এদিকে রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ট্যুইটে তিনি লিখেছেন, ‘রথযাত্রাউপলক্ষে সমস্ত দেশবাসী, বিশেষত ওড়িশার সমস্ত ভক্তদের আন্তরিক শুভেচ্ছা। ভগবান জগন্নাথের আশীর্বাদে দেশবাসীর জীবন সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যে ভরপুর থাকুক।’

শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইটে বলেছেন, ‘রথযাত্রা উপলক্ষে সকলকে শুভেচ্ছা। ভগবান জগন্নাথকে প্রণাম জানাই। প্রার্থনা করি যে, তাঁর আশীর্বাদ সকলের জীবনে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বয়ে আনুক। জয় জগন্নাথ।’

রথযাত্রা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘রথযাত্রা উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা। ভগবান জগন্নাথের কাছে আমার সমস্ত ভাই ও বোনের সুরক্ষা এবং মঙ্গল কামনা করি।’

 

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.