Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

মোহভঙ্গ! বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরতে চান রতন ঘোষ

নিজস্ব সংবাদদাতা: মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যেতেই বেসুরো হতে শুরু করেছেন তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া অনেক নেতাই। বেসুরোদের তালিকায় এবার নাম উঠে এল বনগাঁর এক সময়কার দাপুটে তৃণমূল নেতা রতন ঘোষের।

- Sponsored -

বিধানসভা নির্বাচনের আগে মুকুল রায়ের হাত ধরে তাঁর অনুগামী হিসেবে পরিচিত রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল নেতারা এক এক করে বিজেপিতে যোগদান করেন। নির্বাচন শেষ হয়ে যেতেই স্রোত উল্টো বইতে শুরু করেছে। এখন বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যাওয়ার পালা শুরু হয়েছে।

রবিবার বনগাঁয় সাংবাদিক বৈঠক করে সেই ইঙ্গিত দিলেন রতন ঘোষ। বিজেপিতে যাওয়ার আগে পর্যন্ত রতন ঘোষ তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলার কার্যকরী সভাপতি ছিলেন। দীর্ঘদিনের এই লড়াকু নেতা তৃণমূল ছাড়ায় সেই সময় যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছিল। কিন্তু নির্বাচন মিটতেই তাঁর পুরনো দলে ফেরার ইচ্ছে প্রকাশ এবং বিজেপির প্রতি মোহভঙ্গ হওয়ার ঘটনায় ফের আলোচনা শুরু হয়েছে।

এদিন তিনি বলেন, ‘আমরা যে ধরনের রাজনৈতিক ঘরানায় এতদিন কাজ করে এসেছি বিজেপি সেই রকম নয়। ফলে মানসিক ভাবে সবকিছু মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। আর তাই বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.