কুলতলিতে ডলফিন! খবর ছড়িয়ে পড়তেই এলাকায় মানুষের ভিড়

মানালি মণ্ডল
বিরল প্রজাতির ডলফিন ধরা পড়ল মৎস্যজীবীদের জালে। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কুলতলীর কুন্দখালি গোদাবর গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত পিয়ালী নদী থেকে ধরা পরে এই ডলফিন-আকৃতির প্রাণীটি। কুন্দখালির পাঁচু সরদার মঙ্গলবার রাতে বাড়ির পাশে পিয়ালি নদীতে জাল পাতেন। বুধবার সকালে জাল তোলার সময় দেখতে পান ডলফিনের মতো দেখতে একটি প্রাণী আটকে রয়েছে তাঁর জালে। তড়িঘড়ি সেটিকে উদ্ধার করে ডাঙায় নিয়ে আসা হয়। ইতিমধ্যেই প্রচার হয়ে যায় জালে ডলফিন ধরা পড়েছে। খবর দ্রুত ছড়িয়ে পড়তেই তা দেখতে এলাকার মানুষের ভিড় জমে যায়।
— Bengal Fast (@bengal_fast) June 30, 2021
ডলফিন উদ্ধারের খবরে ঘটনাস্থলে আসে কুলতলি থানার পুলিশ এবং বনদফতর। স্থানীয় সূত্রের খবর, মুখে জাল জড়িয়ে থাকার কারণে মাছটি অসুস্থ হয়ে পড়েছে। তবে বনদফতরের কর্মী ভূতনাথ পুরকাইত জানান, ‘এটি ডলফিনের মতো দেখতে হলেও আসলে ডলফিন নয়। মাছটির মৃত্যু হয়েছে। বনদফতরের অফিসে নিয়ে গিয়ে লবণ দিয়ে মাটিতে পুঁতে দেওয়া হবে।’
Comments are closed.