কালো-ডোরাকাটা নয়, কাজিরাঙায় ‘সোনালি’ বাঘ
বেঙ্গল ফাস্ট : অসমের কাজিরাঙা অভায়ারণ্যে খোঁজ মিলল ‘সোনালি’ বাঘ-এর। এই বাঘমামার গায়ে নেই চির পরিচিতি কালো-ডোরাকাটা দাগ। রয়েছে লাল-খয়েরি আভা।
ভারতের একমাত্র এই ‘সোনালি’ বাঘ-এর ছবি ট্যুইটারে প্রকাশ করেছেন আইএফএস অফিসার প্রবীণ কাসওয়ান। তবে বিরল ছবিটি তুলেছেন বন্যপ্রাণ ফোটোগ্রাফার ময়ূরেশ হেন্দ্রে।
Do you know in #India we have a Golden #Tiger also. Only documentation of such big cat in 21st century on planet. This by Mayuresh Hendre. Look at this beauty. pic.twitter.com/8kiOy5fZQI
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) July 10, 2020
সম্প্রতি কাসওয়ান ট্যুইটারে লিখেছেন, ‘আমাদের দেশে সোনালি বাঘও আছে, আপনারা কি জানেন। দেখুন কী সুন্দর দেখতে সে।’ ছবিটি ট্যুইটারে ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
Comments are closed.