Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

নবান্ন দখলে মরিয়া বিজেপি, একইদিনে বাংলায় ভোটপ্রচারে রাজনাথ-স্মৃতি

নিজস্ব সংবাদদাতা : পাঁচ বছরে বাংলার ভাগ্য বদলে দেবে বিজেপি। মোদি-শাহ-নাড্ডার পর এবার রাজ্যে এসে পরিবর্তনের ডাক দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বালুরঘাটে পরিবর্তন যাত্রার অংশ নেওয়ার পাশাপাশি জনসভা থেকে বাংলার উন্নয়নের ইস্যুতে একযোগে বিঁধলেন তৃণমূল-বাম ও কংগ্রেসকে। বৃহস্পতিবারই ‘লক্ষ্য সোনার বাংলা’ কর্মসূচির সূচনায় রাজ্যে এসেছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তাঁর সভার একদিন পরই শুক্রবার বঙ্গে ভোটপ্রচারে এলেন আরও দুই কেন্দ্রীয় মন্ত্রী। রাজনাথ সিং ও স্মৃতি ইরানি।

- Sponsored -

বালুরঘাটে রাজনাথের প্রচারের দিনই দক্ষিণ চব্বিশ পরগনায় পরিবর্তন যাত্রায় অংশ নেন কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি। পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার নবান্নের পথে ই-স্কুটিতে সওয়ার হন মুখ্যমন্ত্রী। শুক্রবার রাজ্যে ভোট প্রচারে এসে মুখ্যমন্ত্রীর দেখানো পথেই হাঁটলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বঙ্গে বিধানসভা ভোটের আগে পরিবর্তন যাত্রায় এসে হুডখোলা জিপ বা গাড়ি নয়, প্রচারে বেরোলেন স্কুটিতে করেই। ভারতীয় জনতা পার্টির সমর্থকদের ভিড় ঠেলে এগোলেন সাবলীল গতিতে। এদিন গড়িয়া স্টেশন এলাকা থেকে শুরু হয় বিজেপির পরিবর্তন রথ। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গী রূপা গঙ্গোপাধ্যায় ও অগ্নিমিত্রা পল। গড়িয়া স্টেশন থেকে খেয়াদা হয়ে ভাঙড় পর্যন্ত গিয়ে দমদমের উদ্দেশ্যে রওনা পরিবর্তন রথের।

একইদিনে রাজ্যের দুইপ্রান্তের পরিবর্তন যাত্রায় গেরুয়া শিবিরের দুই হেভিওয়েট নেতা। আসন্ন নির্বাচনে যে নবান্ন দখলে সর্বশক্তি দিয়ে ময়দানে নেমেছে পদ্ম শিবির। তা বলাইবাহুল্য। পরিবর্তন যাত্রাকে সামনে রেখে বঙ্গে ভোট প্রচারের ঝড় তুলতে চাইছে বিজেপি। যদিও এসব বিষয়কে খুব একটা আমল দিতে নারাজ তৃণমূল। তাদের পাল্টা দাবি, ভোটের সময় বাইরে থেকে এভাবে এসে বাংলার মন জেতা যায় না। এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ বিধানসভায় হ্যাট্রিক করবে। দাবি ঘাসফুল শিবিরের।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.