‘রাজীব খেলরত্ন’ এখন ‘মেজর ধ্যানচাঁদ খেলরত্ন’, মোদির নামে স্টেডিয়াম নিয়ে কটাক্ষ কংগ্রেসের
নিজস্ব সংবাদদাতা : অলিম্পিক হকিতে ভারতীয় পুরুষ ও মহিলা দলের চমকপ্রদ সাফল্যের ২৪ ঘণ্টার মধ্যেই ‘রাজীব গান্ধি খেলরত্ন’ পুরস্কারের নাম বদলে দিল কেন্দ্রীয় সরকার। বাদ পড়ল প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম। তাঁর পরিবর্তে পুরস্কারের নাম রাখা হচ্ছে ‘মেজর ধ্যানচাঁদ খেলরত্ন’ পুরস্কার। শুক্রবার টুইট করে নামবদলের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী তাঁর টুইটে লিখেছেন, ‘খেলরত্ন পুরস্কারের নাম ধ্যানচাঁদের নামে করার জন্য দেশের বহু নাগরিক অনুরোধ করেছিলেন। মতামত জানানোর জন্য তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই। তাঁদের ভাবাবেগকে সম্মান দিয়ে খেলরত্ন পুরস্কারকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হিসাবে ডাকা হবে।’ পৃথক আর একটি টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘দেশকে ক্রীড়াক্ষেত্রে গর্বিত ও সম্মানিত করেছিলেন মেজর ধ্যানচাঁদ। দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান তাঁর নামেই হওয়া উচিত।’ ১৯৯১ সালে প্রথমবার রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কার দেওয়া হয়। পুরস্কার পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ।
ধ্যানচাঁদের নামে খেলরত্ন পুরস্কারের ঘোষণাকে স্বাগত জানালেও মোদি সরকারকে বিঁধতে ছাড়ল না কংগ্রেস। নরেন্দ্র মোদি-সহ সব রাজনীতিবিদের নামে থাকা স্টেডিয়ামের নাম পরিবর্তনের দাবি জানালেন কংগ্রেস নেতারা। কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, ‘কপিলদেব, গাভাস্কার, সচিন, বিশ্বনাথন আনন্দ, মেরি কম, পিটি উষার নামেই স্টেডিয়ামের নাম হওয়া উচিত।’
Comments are closed.