‘তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে, বাংলায় পদ্মফুল ফুটবেই’, ডুমুরজলার সভা থেকে হুঁশিয়ারি রাজীব বন্দ্যোপাধ্যায়ের
নিজস্ব সংবাদদাতা: হাওড়ার ডুমুরজলার বিজেপির যোগদান মেলা থেকে বাংলায় পদ্ম ফোটানোর ডাক দিলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। পুরনো দলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে আক্রমণ শানালেও দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটিও কথা বলেননি রাজীব। মঞ্চ থেকেই সমর্থকদের উদ্দেশে বললেন, ‘এবার আর ধমকে-চমকে ভোট হবে না। এবার অবাধ ভোট হবে। চলুন পাল্টাই, চুপ-চাপ পদ্মে ছাপ।’ পাশাপাশি ‘তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে। এ বারে বাংলায় পদ্মফুল ফুটবেই’, বলে হুঙ্কার দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে সোনার বাংলা গড়ার ডাক দিয়ে বেকারত্ব ইস্যু থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সরকারের বঞ্চনা, একের পর এক প্রসঙ্গে শাসকদলকে তুলোধোনা করলেন প্রাক্তন বনমন্ত্রী। তাঁর কথায়, ‘রাজ্যে সংখ্যালঘুদের বিজেপির নামে ভয় দেখানো হয়। অথচ সংখ্যালঘুদের জন্য রাজ্যের শাসকদল কোনও কাজই করেনি। তাঁদের উন্নয়ন হয়নি।’
কেন্দ্রে-রাজ্যে একই সরকারের দাবি জানিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় ডুমুরজলার মঞ্চ থেকে বলেন, ‘কেন্দ্র রাজ্যের সুসম্পর্ক না থাকলে রাজ্যের উন্নয়ন হয় না। আমরা চাই ডবল ইঞ্জিন সরকার। অমিত শাহ কথা দিয়েছেন হাওড়ায় শিল্প তৈরি হবে, এখন শ্মশান হয়ে গিয়েছে, আমরা ক্ষমতায় এলে এখানে শিল্পে ভরিয়ে তোলা হবে।’
West Bengal: Former TMC leaders Rajib Banerjee, Baishali Dalmiya, Prabir Ghoshal, Rathin Chakraborti and Rudranil Ghosh who joined BJP yesterday share stage with Union Minister Smriti Irani, BJP leaders Dilip Ghosh & Kailash Vijayvargiya at Dumurjala stadium in Howrah. pic.twitter.com/JcCj6oKgVE
— ANI (@ANI) January 31, 2021
রবিবার রাজীব বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘দায়িত্ব নিয়ে বলেছি যতদিন বেঁচে থাকব, যতদিন বিজেপিতে থাকব ততদিন কর্মীদের সম্মান করব। আমি মনে করি কর্মীরাই সম্পদ। দলের কর্মীদের কোনওদিন অসম্মান করব না। তাঁরাই আমাকে নেতা বানিয়েছি। তাঁদের জন্যই আজকে আমরা নেতা। আমি রাজনৈতিক শিষ্টাচারে বিশ্বাসী। তা মেনেই কাজ করব আগামীতে।’
Comments are closed.