ছাড়লেন দলও! তৃণমূলে অতীত রাজীব বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল কংগ্রেসের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরেই বিধানসভায় গিয়ে স্পিকারকে বিধায়ক পদে ইস্তফা দিয়ে আসার কয়েক ঘণ্টার মধ্যেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্যপদ ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের পদত্যাগপত্র পাঠানোর পাশাপাশি পদত্যাগপত্রের কপি পাঠিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকেও।
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা ইস্তফাপত্রে রাজীব লিখেছেন, ‘দলের হয়ে দীর্ঘদিন কাজ করেছেন। বহু সময় ব্যয় করেছেন দলের জন্য। এই সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’
আগামী ৩১ জানুয়ারি ডোমজুড়ে অমিত শাহের সভা রয়েছে। তার আগে একই দিনে বিধায়ক পদ এবং দলের সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়া এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
Comments are closed.