বিশেষ চার্টার্ড বিমানে দিল্লি গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সঙ্গী বৈশালী-প্রবীর-রথীন-রুদ্র-পার্থ

নিজস্ব সংবাদদাতা: নতুন বাংলা গড়ায় স্বপ্ন নিয়ে বিজেপিতে যোগ দিতে দিল্লি গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে রাজীবকে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদানের প্রস্তাব দেন অমিত শাহ। এদিন দিল্লি থেকে বিশেষ চার্টার্ড বিমান পাঠানো হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। সেই বিমানে করেই কলকাতা থেকে রাজধানীতে উড়ে যান তিনি। বিশেষ বিমানে রাজীবের সঙ্গে দিল্লি গেলেন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল ও হাওড়ার প্রাক্তন মেয়র ডাঃ রথীন চক্রবর্তী, অভিনেতা রুদ্রনীল ঘোষ, রানাঘাট উত্তর-পশ্চিমের প্রাক্তন বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়। দিল্লিতে গিয়েই অমিত শাহর সঙ্গে বৈঠকের পরই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাত ধরে বিজেপিতে যোগ দেবেন রাজীব-সহ অন্যান্যরা।
এদিন দিল্লি যাওয়ার বিমানে ওঠার আগে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি আগেই উপলব্ধি করেছি, আজকে বলছি। কেন্দ্রকে বাদ দিয়ে রাজ্যের সার্বিক উন্নতি হয় না। আমার চিন্তা যুব ভাই-বোনেদের কর্মসংস্থান, বাংলার মানুষের উন্নয়ন, খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য কিছু করা, সার্বিকভাবে সবার কল্যাণ। সেটা কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগেই করা সম্ভব। আজ আমি ওনার কাছে রাজ্যের কিছু দাবিদাওয়া জানাব। উনি আমার সঙ্গে সহমত পোষণ করলে আমি সিদ্ধান্ত নেব দলে যোগ দেব কিনা।’
একইসঙ্গে প্রাক্তন দলকে নিশানা করে রাজীব বলেছেন, ‘তৃণমূলে কয়েকজন আমায় জীবিত অবস্থায় সৎকার করল, অথচ দল তাঁদের কিছুই বলল না’।
Comments are closed.