Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

রাজধানী ‘অপহরণ’, ছত্রধর মাহাতোকে জেরা এনআইএ-র

নিজস্ব সংবাদদাতা : গতকালের পর ফের আজ শালবনির কোবরা ক্যাম্পে ছত্রধর মাহাতোকে টানা ৩ ঘণ্টার ম্যারাথন জেরা করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র চার সদস্যের প্রতিনিধি দল। ২০০৯-এর ঝাড়গ্রামের বাঁশতলা স্টেশনে রাজধানী এক্সপ্রেস অপহরণ প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয় ছত্রধর-সহ আরও ২ জনকে। এদিন ২০৭ কোবরা ক্যাম্পের বাইরে জেরার পর ছাত্রধর মাহাতো সাংবাদিকদের বলেন, ‘এনআইএর জেরায় সহযোগিতা করেছি। সম্প্রতি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবার পরেই আবার ১১ বছর আগের পুরোনো মামলায় জেরা করার নামে ডেকে হয়রানি করা হচ্ছে।’ ছত্রধর আরও জানান, আইনী যৌক্তিকতা নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে আবেদন করেছেন তিনি। পাশাপাশি দলের উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছেন বলে জানা গেছে।

- Sponsored -

উল্লেখ্য, ২০০৯ সালের জুন মাসে লালগড়ের ধরমপুরে সিপিএম নেতা প্রবীর মাহাতো খুনের ঘটনায় গতকালই শালবনিতে কোবরা ক্যাম্পে ছত্রধর মাহাতোকে টানা জেরা করে এনআইএ। ২০০৯-এর ২৬ সেপ্টেম্বর সিআইডি লালগড় থেকে গ্রেফতার করে ছত্রধরকে। এর কিছুদিনের মধ্যেই বাঁশতলা স্টেশনে রাজধানী এক্সপ্রেস অপহরণের অভিযোগ ওঠে। ছত্রধরকে মুক্তির দাবিতে বাঁশতলা স্টেশনে আটকে রাখে পুলিশি সন্ত্রাসবিরোধী জনসাধারণ কমিটি। গোয়েন্দা রিপোর্টে উঠে আসে এর পেছনে মদত ছিল ছত্রধরের। তবে তখনকার যে চার্জশিট দাখিল করে গোয়েন্দারা তাতে অবশ্য নাম ছিল না ছত্রধরের।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.