Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

চেন্নাইয়ের বিজয় রথ থামিয়ে অভিযান শুরু রাজস্থানের

সৌরভ রায়

জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করলেও, দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ের রথের চাকা থামিয়ে দিল রাজস্থান। অতিরিক্ত আত্মবিশ্বাসই বোধহয় হারের কারণ হয়ে দাঁড়াল সিএসকের। ম্যাচ শেষে ধোনিও মেনে নিলেন, ব্যাটিং-বোলিং সব বিভাগেই এদিন রাজস্থান রয়্যালস দুর্দান্ত খেলেছে। ২১৭ রান তাড়া করেতে নেমে ভালো ওপেনিং না পাওয়াতেই ম্যাচ হারলেন বলে ধোনির মত। সেই সঙ্গে চেন্নাই দলের স্পিনাররা কার্যকরী হননি এবং ঠিক জায়গায় বল রাখতে পারেননি বলেই এই হার মেনে নিলেন ধোনি। শেষ ওভারে তিন ছক্কা হাঁকিয়েও শেষ পর্যন্ত ম্যাচ জেতাতে পারলেন না চেন্নাই অধিনায়ক। শারজার ব্যাটিং সহায়ক উইকেট হলেও, বিশাল স্কোর ২১৭ রান তাড়া করতে নেমে ম্যাচ হারল চেন্নাই। ১৬ রানে ম্যাচ জিতে আইপিএল ২০২০-র অভিযান শুরু করল রাজস্থান রয়্যালস।

- Sponsored -

দিনের শুরুতে টস জিতে ধোনি রাজস্থানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান। ওপেনিংয়ে নেমে অধিনায়ক স্টিভ স্মিথ ৬৯ রান করেন। অন্যদিকে তিন নম্বরে মাঠে নেমে রীতিমতো ঝড় তুললেন সঞ্জু স্যামসন। একের পর এক ছয় দেখে আপ্লুত সমর্থকরা। ৯টি ছয় ও ১টি চার মেরে ৩২ বলে ৭৪ রান করে মাঠ ছাড়েন এই ভারতীয় তারকা। শেষদিকে জোফরা আর্চার ৮ বলে ২৭ রান করে দলকে ২১৬ রানে পৌঁছে দেন।

২১৭ রান তাড়া করতে নেমে চেন্নাই নির্ধারিত ২০ ওভারে ২০০ রানে ইনিংস শেষ করে। চেন্নাইয়ের হয়ে ডুপ্লেসিস সর্বোচ্চ ৭২ রান করেন। বাকিদের মধ্যে ওয়াটসন ৩৩ রান করেছেন।  বল হাতে এদিন রাজস্থানের স্পিনাররা যথেষ্ট সফল। ৪ ওভারে ৩৭ রান খরচ করে রাহুল তেওয়াটিয়া ৩টি উইকেট নিয়েছেন। জোফরা আর্চার, শ্রেয়স গোপাল ও টম কারান ১টি করে উইকেট নিয়েছেন।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.