আইপিএল না খেলে দেশা ফেরার কারণ স্পষ্ট করলেন রায়না
বেঙ্গল ফাস্ট: সুরেশ রায়নার দেশে ফিরে আসার কারণ নিয়ে শুরু হয় জোর জল্পনা। কখনও পিসেমশাইয়ের মৃত্যু, কখনও আবার হোটেলের রুম অপছন্দ– উঠে আসতে থাকে একের পর এক কারণ। অবশেষে মুখ খুললেন রায়না।
তিনি বলেন, ‘‘যখন জৈব বলয় সুরক্ষিত নয়, তখন কেন ঝুঁকি নেব? আমার দু’টো ছোট সন্তান রয়েছে, বয়স্ক মা–বাবা রয়েছে। পরিবারের কাছে ফিরে আসাটাই তাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা আমার কাছে খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। চেন্নাই সুপার কিংসও আমার কাছে পরিবারের মতো। কিন্তু দুবাইয়ে করোনা পরিস্থিতি মোটেই ভাল নয়, আর তাই সন্তানদের মুখ মনে পড়তেই ফিরে আসার সিদ্ধান্ত নিই।’’
ধোনির সঙ্গে ঝামেলা প্রসঙ্গে রায়না বলেন, ‘‘মাহি ভাই আমার বড় দাদার মতো। এগুলো সবই রং চড়ানো গল্প।’’ এছাড়া তিনি এটাও জানান, আগামীদিনে পরিস্থিতির পরিবর্তন ঘটলে তিনি ফের দলের সঙ্গে যোগ দেবেন। তিনি জানান, ‘‘আমি চিরকাল চেন্নাইয়ের খেলোয়াড়। দুবাইয়ে পরিস্থিতির পরিবর্তন ঘটলে আমি ফিরতেও পারি। চেন্নাইয়ের জন্য আমার দরজা সবসময় খোলা।’’
Comments are closed.