লোকাল ট্রেন চালানোর দাবি, সকাল থেকেই উত্তপ্ত শিয়ালদহ দক্ষিণ শাখা

নিজস্ব সংবাদদাতা : লোকাল ট্রেন চালানোর দাবিতে সকাল থেকেই উত্তপ্ত শিয়ালদহ দক্ষিণ শাখা। রেল অবরোধ সোনারপুর, বারুইপুর শাখার মল্লিকপুর ও ক্যানিং শাখার বেতবেড়িয়া, ঘুটিয়ারি শরিফ স্টেশনে।
— Bengal Fast (@bengal_fast) June 24, 2021
মল্লিকপুর স্টেশনে সকাল সাতটা থেকে চলছে ট্রেন অবরোধ। সোনারপুর জিআরপি এবং বারুইপুর থানার পুলিশ অবরোধ তুলতে এলে উত্তেজনা চরমে ওঠে। মল্লিকপুরে জিআরপিকে লক্ষ্য করে ইটবৃষ্টি অবরোধকারীদের। জিআরপির গাড়ি ভাঙচুরও করা হয়। বিক্ষোভকারীদের দাবি, রেলের স্টাফ স্পেশালে সাধারণ যাত্রীদের উঠতে দিতে হবে।না হলে দ্রুত চালু করতে হবে লোকাল ট্রেন।
এদিন লোকাল ট্রেন চালানোর দাবিতে সোনারপুর স্টেশনে সকাল ৭টা থেকেই শুরু হয় রেল অবরোধ। আটকে পড়ে আপ ক্যানিং লোকাল স্টাফ স্পেশাল। অবরোধকারীদের সঙ্গে বচসা বাঁধে পুলিশের। একঘণ্টা পর লাঠি উঁচিয়ে অবরোধ তুলে দেয় পুলিশ। গতকালও লোকাল চালুর দাবিতে ৪ ঘণ্টা ধরে অবরোধ চলে সোনারপুর স্টেশনে।
Comments are closed.