বিজেপিতে রাহুল সিনহার অবদান ভোলার নয়, মন্তব্য সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের
শোভাঞ্জন দাশগুপ্ত
রাজ্য বিজেপিতে রাহুল সিনহার অবদান ভোলার নয়। সোমবার সল্টলেকে দলীয় অনুষ্ঠানে এই কথা বললেন বিজেপি নেতা মুকুল রায়। ভুল বোঝাবুঝি হয়ে থাকলে অবিলম্বে তা মিটে যাবে বলেও জানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি।
প্রসঙ্গত, বিজেপির কেন্দ্রীয় কমিটিতে জায়গা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাহুল সিনহা। আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যেই ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাবেন বলে ঘোষণাও করেছিলেন তিনি।
সেই প্রসঙ্গে এদিন মুকুল রায় বলেন, ‘এরকম অবস্থা অনেক রাজনৈতিক দলেই হয়। এটা কোনও সমস্যা নয়। তবে সারা জীবন রাহুল সিনহা বিজেপি করে এসেছে। রাহুল দীর্ঘদিন কখনও রাজ্য সভাপতি, কখনও রাষ্ট্রীয় সম্পাদক ছিলেন। স্বাভাবিক ভাবেই বিজেপিতে তাঁর অবদান কখনওই এক কথায় শেষ হয় না। আমার বিশ্বাস সব ভুল বুঝাবুঝি খুব শীঘ্রই দূর হয়ে যাবে।’
এদিনের অনুষ্ঠানে মুকুল রায়কে অনুপম হাজরার বিতর্কিত মন্তব্য প্রসঙ্গেও প্রশ্ন করা হলে তিনি বলেন, “যাঁরা দায়িত্বপূর্ণ লোক, তাঁদের কোনও কথা বলার আগে নিশ্চয়ই সতর্ক থাকা উচিত।”
Comments are closed.