পরপর দ্বিতীয় অলিম্পিকে পদক সিন্ধুর, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
সাম্যজিত ঘোষ
এবার ব্রোঞ্জ। পিভি সিন্ধুর হাত ধরে টোকিও অলিম্পিক থেকে দ্বিতীয় পদক এল ভারতের ঝুলিতে। একই সঙ্গে পরপর দুটি অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা হিসেবে পদক জয় করলেন সিন্ধু। ব্রোঞ্জ পদকের লড়াইয়ের ম্যাচে চিনের প্রতিপক্ষ হি জিং বিয়াও-কে সরাসরি সেটে হারালেন হায়দরাবাদের মেয়ে। এদিন গেমসের সেরা ছন্দে ছিলেন সিন্ধু। এক ঘণ্টার লড়াইয়ে কোনও সময়ই প্রতিপক্ষকে মাথা তুলতে দেননি সিন্ধু।
অন্যদিকে চিনের উঠতি শাটলার লম্বা গেম খেলে গতি কমানোর চেষ্টায় ছিলেন। কিন্তু এতে দমে যাননি সিন্ধু। নিজের ছন্দ ধরে রেখে আক্রমণাত্মক মেজাজ ধরে রাখেন। পরিচিত আগ্রাসী ব্যাডমিন্টন খেলে ম্যাচ ও পদক জিতলেন গতবারের গেমসের রুপোজয়ী সিন্ধু। সিন্ধুর সাফল্যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়মন্ত্রী অনুরাগ ঠাকুর ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিক।
Comments are closed.