দেবভূমিতে ফের মুখ্যমন্ত্রী বদল, তিরথকে সরিয়ে দায়িত্ব পুষ্কর সিং ধামিকে
নিজস্ব সংবাদদাতা : মাত্র চার মাসের মধ্যেই ফের বদলাল উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। গতরাতেই রাজ্যপাল বেবিরানি মৌর্য্যর কাছে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন তিরথ সিং রাওয়াত। আর ইস্তফার ২৪ ঘণ্টার মধ্যেই উত্তরাখণ্ডে বিজেপির পরিষদীয় দলের বৈঠকে ঠিক হয় নতুন মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেবেন পুষ্কর সিং ধামি। উধম সিংহ নগর জেলার খটিমা কেন্দ্রের বিধায়ক ধামি আজ রাতেই শপথ নিতে পারেন বলে খবর।
প্রাক্তন তিরথ সিং রাওয়াত দলীয় অর্ন্তকলহ, একাধিক বিতর্কিত মন্তব্য এবং বিধায়ক না হওয়ার জেরেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন বলে সূত্রের খবর। গত ১০ মার্চ ত্রিবেন্দ্র সিংহ রাওয়াতের ইস্তফার পরই দেবভূবির মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিরথ। ত্রিবেন্দ্রর বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগের পরই বিজেপি তিরথ সিং রাওয়াতকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী করেছিলেন। কিন্তু বিতর্ক কিছুতেই থামেনি উত্তরাখণ্ড বিজেপিতে। দিল্লিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও আলোচনা করেন তিরথ সিং রাওয়াত। অবশেষে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই মুখ্যমন্ত্রী পদে অব্যাহতি নিলেন তিনি। এবার তাঁর ছেড়ে যাওয়া আসনে দায়িত্ব নিচ্ছেন পুষ্কর সিং ধামি।
এদিকে চার মাসে বিজেপি শাসিত উত্তরাখণ্ডে তৃতীয় মুখ্যমন্ত্রী নিয়ে মাঠে নেমে পড়েছে বিরোধী দল কংগ্রেসও। রাজনৈতিক অস্থিরতাকে হাতিয়ার করে কংগ্রেস বলেছে, মানুষের রায়ের সঙ্গে প্রতারণা করে দেবভূমিতে অস্থিরতা তৈরি করছে মোদি-শাহ। রাজ্যে উন্নয়নের কোনও কাজ না করে ক্রমাগত মুখ্যমন্ত্রী বদলে চলেছে বিজেপি।
Comments are closed.