Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

করোনা আবহে শিক্ষক দিবসে অভিনব উপহার ছাত্রীদের

নিজস্ব সংবাদদাতা : রাত পোহালেই শিক্ষক দিবস। ঠিক তার আগের দিন শিক্ষকের হাতে অভিনব উপহার তুলে দিল ছাত্রীরা। করোনা আবহে স্কুল কলেজ বন্ধ। আনলক ফেজ শুরু হবার পরে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে গৃহশিক্ষকতা। পূর্ব মেদিনীপুরের মেছেদার যুবক শুভ্রজ‍্যোতি মুখার্জি সপ্তাহে দুদিন মেদিনীপুর শহরের কয়েকজনকে গণিত পড়াতে আসেন। বর্তমান সময় সপ্তাহে একদিন সরাসরি পড়াতে আসেন আর একদিন অনলাইনে ক্লাস করেন। স্বাভাবিক অবস্থায় ট্রেনে যাতায়াত করলেও, এখন করোনা আবহে তিনি নিজের স্কুটিতেই মেদিনীপুরে আসেন। শুক্রবার সকালেও পড়াতে এসেছিলেন মেদিনীপুরের সুজাগঞ্জে।

- Sponsored -

এদিন পড়ার শেষে নিজেদের বন্ধুদের মধ্যে পূর্ব পরিকল্পনা মতো তাঁর চার ছাত্রী সম্প্রীতি খাঁড়া, কাশিস সাউ, স্নেহা মাল, প্রত‍্যাশা দাসেরা শুভ্রজ‍্যোতিবাবুর হাতে বর্তমান করোনা আবহে খুব প্রয়োজনীয় দুটি জিনিস পালস অস্কিমিটার ও পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার শিক্ষক দিবসের উপহার হিসেবে তুলে দেয়। এই চারজন মেদিনীপুরের বিদ‍্যাসাগর বিদ‍্যাপীঠ গার্লস ও সারদা বিদ‍্যামন্দিরের অষ্টম শ্রেণির ছাত্রী। এই ধরনের উপহার পেয়ে খুশি শুভ্রজ‍্যোতিবাবু। আর শিক্ষকের হাতে করোনা সচেতনতার বার্তা বিষয়ক উপহার তুলে দিতে পেরে খুশি সম্প্রীতি-কাশিস-স্নেহা-প্রত‍্যাশারা। নিজের কন‍্যা ও তার বান্ধবীদের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন সম্প্রীতির বাবা চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়াও।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.