পুজো গাইড প্রকাশ কলকাতা পুলিশের
শোভাঞ্জন দাশগুপ্ত
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো একেবারে দোরগোড়ায়। শহর কলকাতায় পুজো দেখার ঢল জনবিদিত। চলতি বছরে করোনা আবহে আদৌ মানুষের ঢল রাজপথে নামবে কিনা পুজো দেখতে সেটা সময়ই বলবে। তবে গত ৩ দিনে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যে ভাবে কিছু মানুষ পথে নেমেছেন তা দেখে কপালে চিন্তার ভাঁজ প্রশাসনের শীর্ষকর্তাদের।
এরই মাঝে প্রতিবছরের মতো পুজো গাইড প্রকাশ করল কলকাতা পুলিশ। লালবাজারে পুজো গাইডের শুভসূচনা করলেন নগরপাল অনুজ শর্মা। পাশাপাশি এদিন কলকাতা ট্রাফিক পুলিশের বার্ষিক পর্যালোচনা রিপোর্টও প্রকাশ করেন তিনি। পুজোর ভিড়ে বিশেষ করে শিশুদের হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে। সেটা মাথায় রেখে এবার ছাত্রছাত্রীদেরকে সঙ্গে নিয়ে তৈরি করা হয়েছে আইডেন্টিটি ব্যাজ। যার মাধ্যমে হারিয়ে যাওয়া বাচ্চা বা যেকোনও মানুষকে তাদের অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে কলকাতা পুলিশ।
Comments are closed.