হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির পূজা পরিক্রমা
নিজস্ব সংবাদদাতা : ষষ্ঠীর দিনেই অনুষ্ঠিত হল পূজা পরিক্রমা। করোনা আবহের মাঝেই মেদিনীপুর শহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যোগে অনুষ্ঠিত হল পূজা পরিক্রমা, ২০২০। বৃহস্পতিবার ষষ্ঠীর দুপুরে মেদিনীপুর শহরের কম বাজেটের পূজা মণ্ডপ পরিদর্শন করেন সংগঠনের প্রতিনিধিরা ও বিচারকরা। এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাচিকশিল্পী রত্না দে, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, সমাজসেবী গোপাল সাহা, সংগঠনের কার্যকরী সভাপতি রাজশ্রী মণ্ডল, সম্পাদিকা পারমিতা সাউ, উপদেষ্টা নরোত্তম দে, কোষাধ্যক্ষ সুদীপ্তা দে, সদস্য শিক্ষক সুব্রত মহাপাত্র, পিন্টু সাউ, সদস্যা মৌসুমী মান্না প্রমুখ।
পর্রিদশন কালে প্রতিনিধিরা বিভিন্ন পূজার প্রতিমা, মণ্ডপ, পরিবেশ সচেতনতা ও স্বাস্থ্য সচেতনতার মতো বিষয়গুলির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সংগঠনের পক্ষে সভাপতি দিলীপ মান্না ও কার্যকরী সভাপতি রাজশ্রী মণ্ডল জানান, তাঁরা এদিন যে সমস্ত মণ্ডপ পরিদর্শন করেছে তাঁর মধ্য থেকেই সবদিক বিবেচনা করে তাঁদের বিচারে সেরা পূজাগুলিকে সপ্তমীর দিন পুরস্কৃত করবেন।
Comments are closed.