Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

সুন্দরবনে সোলার লাইট প্রদান দুই পত্রিকা সংস্থার

নিজস্ব সংবাদদাতা : জীবন-জীবিকা নিয়ে সমস্যায় থাকা সুন্দরবনের ভাঙন কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল দু’টি সংস্থা– সুন্দরবন নিয়ে নিরন্তর কাজ করে চলা ‘শুধু সুন্দরবন চর্চা’ ও ‘এবং আলাপ’।রবিবার কলকাতার এই দুই পত্রিকার যৌথ উদ্যোগে দক্ষিণ ২৪পরগনার নামখানা ব্লকের ভাঙন কবলিত মৌসুনি গ্রামের সব আশাকর্মী, কয়েকজন মেধাবী ছাত্রী এবং বয়স্ক মহিলার হাতে তুলে দেওয়া হল মোবাইল চার্জার-সহ সোলার লাইট৷

- Sponsored -

 

‘শুধু সুন্দরবন চর্চা’ পত্রিকার অন্যতম সদস্য সরল কুমার দাসের তত্ত্বাবধানে এই কাজ হয়৷ পত্রিকার সম্পাদক জ্যোতিরিন্দ্রনারায়ণ লাহিড়ী জানিয়েছেন, ”কলকাতার ‘এবং আলাপ’ সংস্থাটি বাংলার বিভিন্ন অংশের আশাকর্মীদের এই ধরনের সোলার লাইট দেওয়ার উদ্যোগ নিয়েছেন৷ সুন্দরবনের কয়েকটি দ্বীপে আমরা তাঁদের সহযোগিতা করতে পেরে আনন্দিত৷”

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.