সাধারণ ধর্মঘটে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তি
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের শ্রম এবং কৃষি আইন-সহ নানান নীতির প্রতিবাদে এবং ৭ দফা দাবিতে চলছে সাধারণ ধর্মঘট। রাজ্যের বিভিন্ন প্রান্তে পথে নামলেন বাম ও কংগ্রেসের কর্মী সমর্থকরা। ধর্মঘটের সমর্থনে পথ অবরোধ, মিছিলের পাশাপাশি রেল রোকো কর্মসূচিও নেওয়া হয়েছে। তার জেরে সকাল থেকেই বিপর্যস্ত হয়ে পড়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত।
পথে বেসরকারি বাস কম নামলেও নেমেছে বহু সরকারি বাস। শহর কলকাতার সেন্ট্রাল এভিনিউ, যাদবপুর, বেহালার পাশাপাশি হাওড়া-ব্যান্ডেল শাখার চন্দননগর ও শ্রীরামপুরে ধর্মঘটীদের অবরোধে বিপর্যস্ত হয়ে পড়ে যান চলাচল। ধর্মতলা চত্বরে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন বনধ সমর্থকরা।
শিয়ালদা দক্ষিণ শাখার দক্ষিণ বারাসত স্টেশনে ডাউন লাইনে অবরোধ করে ধর্মঘটীরা। বন্ধ রয়েছে বজবজ জুটমিল এবং বিড়লাপুর জুটমিল। দুর্গাপুরে ও সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়। নিউটাউনে সকাল থেকেই দোকানপাট বন্ধ করে দেয় ধর্মঘটীরা।
সকাল সাতটা নাগাদ কোচবিহারে সরকারি বাসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বনধ সমর্থকদের বিরুদ্ধে। শিয়ালদা-কৃষ্ণনগর মেইন শাখায় শ্যামনগর স্টেশনের কাছে রেল অবরোধ করা হয়। বারাসতে সরকারি বাস থেকে যাত্রীদের নামিয়ে তালা মেরে দেওয়া হয় বাসে। অন্যদিকে মধ্যমগ্রাম স্টেশনের কাছে ডাউন বনগাঁ লোকাল লক্ষ্য করে পাথর ছোড়ে বনধ সমর্থকরা বলে অভিযোগ।
হাওড়া দাশনগরে রাস্তায় বসে লুডো খেলে অভিনব প্রতিবাদে বসে পড়েন বনধ সমর্থকরা। তবে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির মধ্যে বনধ চললেও কোনও বড় ধরনের গণ্ডগোলের খবর পাওয়া যায়নি।
Comments are closed.