Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

কৃষি বিলের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা : নয়া কৃষি বিলের প্রতিবাদে দেশজুড়ে ভারত বনধের জের পশ্চিম মেদিনীপুরেও। জেলার চারটি স্থানে জাতীয় সড়ক অবরোধ-সহ বিক্ষোভে সামিল হয়ে কেন্দ্রের নয়া কৃষি বিল ও অত্যাবশকীয় নতুন পণ্য আইনের বিরুদ্ধে গর্জে উঠল কৃষক-সহ সাধারণ মানুষ। ঘাটাল হয়ে বর্ধমান যাওয়ার ব্যস্ততম রাজ্যসড়ক-সহ চারটি স্থানে বিক্ষোভে সামিল হলেন হাজার হাজার প্রান্তিক মানুষ। জলবৃষ্টির মধ্যে ডেবরা ব্লকের দলবতিপুর ৬ নম্বর জাতীয় সড়ক বোম্বে রোডের উপর প্রতিবাদে সামিল হলেন আমজনতা।

জাতীয় সড়ক ধরে এগিয়ে চলা মিছিলে দেশের পয়লা নম্বর চিহ্নিত কর্পোরেটের দালাল, কৃষক ও সাধারণ মানুষের শত্রু, দেশকে দেউলিয়া করার সঙ্গে কৃষক-শ্রমিকদের কৃতদাসে পরিণত করার ষড়যন্ত্রী দেশের প্রধানমন্ত্রী ও বিজেপিকে জনবিচ্ছিন্ন করার আওয়াজ উঠল। মিছিলের সামনের সারিতে কৃষক ও শ্রমিক আন্দোলনের নেতৃত্ব তরুণ রায়, সুভাষ দে, অশোক সেন, সমর মুখার্জি, গোপাল প্রামানিক প্রমুখ কৃষকনেতারা। ডেবরাতে সাড়ে দশটায় ছয় লেন জুড়ে শুরু হওয়া মিছিল এগিয়ে চলে পাঁচ কিমি পথ। বৃষ্টি উপেক্ষা দলবতীপুর এলাকায় জাতীয় সড়কের ছয়টি লেন অবরুদ্ধ হয়। বৃষ্টি বন্ধ হলেও স্লোগান আর বিক্ষোভসভা চলে জাতীয় সড়কের উপর বেলা ১২টা ২০ মিনিট পর্যন্ত প্রায় ২ ঘণ্টা।

নারায়ণগড়ের সুপ্রিম কারখানার সামনে ৬০ নম্বর চেন্নাই দুর্গাপুর জাতীয় সড়ক অবরোধে সামিল হন কয়েক হাজার মানুষ। নারায়ণগড় বাজার থেকে মিছিল শুরু হয়ে জাতীয় সড়কের উক্ত স্থানের ঘণ্টা দেড়েক পথ অবরোধ ও বিক্ষোভ হয়। বিক্ষোভসভায় কৃষক নেতা তাপস সিনহা, শ্রমিক নেতা বিপ্লব ভট্ট-সহ বাম সংগঠনের নেতৃত্ব উপস্থিত ছিলেন।

- Sponsored -

অপরদিকে গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোণা রোডে ৬০ নম্বর জাতীয় সড়কে চলে অবরোধ ও বিক্ষোভসভা। কৃষক নেতা মেঘনাদ ভূঁইয়া, শ্রমিক নেতা কীর্তি দে বক্সী, প্রভাস পাত্র, দিলীপ নায়ক, কৃষ্ণপ্রসাদ দুলে প্রমুখ বক্তব্য রাখেন।

ঘাটালশহরেও বিরাট মিছিল-সহ রাজ্য সড়কের উপর অবস্থান বিক্ষোভ সভা হয়। শ্রমিক নেতা অশোক সাঁতরা, উত্তম মণ্ডল প্রমুখ বক্তব্য রাখেন।

জেলার কৃষক ক্ষেতমজুর-সহ পানচাষি, মাছচাষি, সবজি-সহ আলুচাষি এমন বহু ক্ষেত্রের কৃষকসমাজ চুক্তি চাষের খপ্পরে পড়ে গত পাঁচ-সাত বছরে যে সর্বনাশের শিকার হয়েছেন তার প্রতিকার ও প্রতিরোধ চেয়ে জেলায় ১২ হাজার অধিক মানুষ আজ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.