‘উই এগেইনস্ট রেপ কালচার’-এর ব্যানারে মেদিনীপুরে প্রতিবাদ মিছিল
নিজস্ব সংবাদদাতা : উত্তরপ্রদেশের হাতরাস-সহ দেশের বিভিন্ন প্রান্তে এবং পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার প্রতিবাদে সামিল হলেন মেদিনীপুর ছাত্র-যুবরা। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে অরাজনৈতিক ভাবে একটি প্রতিবাদ কর্মসূচির আহ্বান জানানো হয়েছিল ‘উই এগেইনস্ট রেপ কালচার’ শিরোনামে।
শনিবার সন্ধ্যায় এই কর্মসূচিকে কেন্দ্র করে একটি প্রতিবাদ মিছিল মেদিনীপুর শহরের পঞ্চুর চকের রবীন্দ্রমূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে গান্ধিমূর্তির পাদদেশে শেষ হয়। মশাল হাতে গান, কবিতা, শ্লোগানে প্রতিবাদ ধ্বনিত হতে থাকে মিছিলে অংশ নেওয়া ছাত্র-যুবদের কণ্ঠ থেকে। ছাত্র-ছাত্রী-যুবক-যুবতী সহ বেশ কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এদিনের কর্মসূচিতে যোগ দেন। মিছিলে শেষে গান্ধিমূর্তির পাদদেশে একটি প্রতিবাদ সভা সংগঠিত হয়।
Comments are closed.