Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

২০২১-এর ভোটের আগে নবম-দ্বাদশ স্তরে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে মিছিল ও ডেপুটেশন

নিজস্ব সংবাদদাতা : আবারও পথে নেমে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরুর দাবিতে সোচ্চার হলেন চাকুরি প্রার্থীরা। ২০১৫-তে শেষবার ফর্ম ফিল-আপের সুযোগ এসেছিল! তখনও এঁদের অনেকেই স্নাতক হয়ে ওঠেনি। তারপর ২০১৬-তে শেষবারের জন্য পরীক্ষা হল, নিয়োগ হতে হতে ২০১৯! পাঁচ বছর অতিক্রান্ত, অথচ এই পাঁচ বছরেই স্নাতক-স্নাতকোত্তর করে বিএড পাশের সংখ্যাটা প্রায় পাঁচ লাখে পৌঁছে গিয়েছে। কিন্তু রাজ‍্য সরকারের উদাসীনতায় শিক্ষিত বেকাররা আজ বঞ্চিত। তাই নবম থেকে দ্বাদশে ২০২১-এর বিধানসভা ভোটের আগে স্বচ্ছতার ভিত্তিতে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এই দাবি নিয়ে মঙ্গলবার মেদিনীপুর শহরের রাস্তায় মিছিল করে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসককে ডেপুটেশন দিলেন চাকুরিপ্রার্থীরা।

মঙ্গলবার দুপুরে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি ক‍্যান্ডিডেট অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল টিচার জব ক‍্যান্ডিডেট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে মেদিনীপুর কলেজ মাঠে জমায়েত হয়ে চাকুরির দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে চাকুরিপ্রার্থীরা জেলা শাসকের দফতরে যান।

- Sponsored -

এদিন যে যে দাবিতে ডেপুটেশন হয় তা হল, ভোটের আগে শুধু লোক দেখানো বিজ্ঞপ্তি প্রকাশ নয়, স্বচ্ছতার সাথে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, তাই অক্টোবর ২০২০-র মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিসেম্বরের মধ্যে নবম থেকে দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা,সমস্ত আপডেটেড শূন্যপদে শিক্ষক নিয়োগ করা, শুধুমাত্র বিষয়ভিত্তিক এবং এম সি কিউ’র মাধ্যমে পরীক্ষা নিয়ে নিয়োগে দীর্ঘসূত্রতার অবসান ঘটানো,সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে প্রতিটি পরীক্ষার্থীকে ওএমআর শিটের কার্বন কপি দেওয়া, প্রতি বছর যাতে এসএসসি হয়, তার জন্য আদর্শ রূপরেখা প্রণয়ন করা ইত্যাদি।

এদিনের কর্মসূচিতে সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে নেতৃত্ব দেন আহ্বায়ক শুভঙ্কর দত্ত, সৌমী চৌধুরী, শংকর সামন্ত প্রমুখ। এদিন মিছিল করে এসে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে চাকুরি প্রার্থীরা স্মারকলিপি জমা দেন। কর্মসূচিতে সরকারের উদাসীনতার ছবি তুলে ধরতে তাঁরা রাস্তায় বসে “চপ”ও ভাজেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলাশাসক গুরত্বের সাথে বিষয়টি ভেবে দেখার কথা জানিয়েছেন এবং তিনি তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবিগুলি পৌঁছে দেবেন বলে আশ্বস্ত করেছেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার তাদের দাবি না মানলে,তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন৷ এদিন শুধু পশ্চিম মেদিনীপুর নয়, দক্ষিণবঙ্গের সাতটি জেলা অর্থাৎ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব – পশ্চিম বর্ধমান-সহ দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও একই সময়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.