Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

অদম্য জেদের কাছে হার যোগী সরকারের, হাতরাসের পথে প্রিয়াঙ্কা-রাহুল

নিজস্ব সংবাদদাতা : টানটান পরিস্থিতির মধ্যে অবশেষে হাতরাসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি মিলল রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধির। নির্যাতিতা তরুণীর পরিবারের সঙ্গে দেখা করবেন এমন অনড় মনোভাব নিয়েই ভাই রাহুলকে সঙ্গ নিয়ে নিজে গাড়ি চালিয়ে বেরিয়ে পড়েন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা।

- Sponsored -

কার্যত প্রিয়াঙ্কা-রাহুলের অদম্য জেদের কাছে হার মানল যোগী আদিত্যনাথ প্রশাসন। বিকেলের মধ্যেই প্রিয়াঙ্কা-রাহুলকে হাতরাস যাওয়ার অনুমতি দেয় উত্তরপ্রদেশ পুলিশ। সঙ্গে নিতে পারবেন আরও ৫ জনকে।

এদিকে সকালেই হাতরাস যাওয়ার জন্য প্রস্তুতির অঙ্গ হিসাবে ট্যুইট করেন রাহুল গান্ধি। ট্যুইটে রাহুল লেখেন, ‘বিশ্বের কোনও শক্তি নেই যে আমায় নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করা থেকে রুখবে।’ সুর চড়িয়ে প্রিয়াঙ্কাও বলেন, ‘এবার না পারলে আবারও চেষ্টা করব।’ প্রিয়াঙ্কা-রাহুলের এ খবর ছড়িয়ে পড়লে হাতরাস যাওয়ার রাস্তায় আরও পুলিশবাহিনী মোতায়েন করে উত্তরপ্রদেশ সরকার। এদিকে দলের দুই শীর্ষনেতার সঙ্গে কংগ্রেসের বেশ কয়েকজন সাংসদ এবং হাজার হাজার কর্মীও উত্তরপ্রদেশ-দিল্লি সীমান্তে জড়ো হলে চাপে পড়ে যায় প্রশাসন। অবশেষে দিল্লি-নয়ডা ফ্লাইওভারে হাজার হাজার কংগ্রেসকর্মীর প্রতিবাদে কার্যত দিশেহারা হয়ে রাহুল-প্রিয়াঙ্কা সমেত মোট ৫ জনকে হাতরাস যাওয়ার অনুমতি দেয় যোগী আদিত্যনাথের সরকার।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.