২০ শতাংশ ফি কমাতেই হবে বেসরকারি স্কুলকে, হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টের
নিজস্ব সংবাদদাতা : সুপ্রিম কোর্টে ধাক্কা খেল বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। টিউশন ফি কমানো নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল শহরের একাধিক বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। টিউশন ফি মকুব নিয়ে আজ কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। এই রায়ের ফলে স্বস্তি পেলেন অভিভাবকরা।
উল্লেখ্য, বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল ২০ শতাংশ ফি কমাতে হবে এবং ২০২০–২১ অর্থবর্ষে স্কুলের ফি বাড়ানো যাবে না। পাশাপাশি করোনা কালে আর্থিক সঙ্কটে থাকা কোনও অভিভাবক স্কুল ফি-র ২০ শতাংশের বেশি ছাড় দাবি করতে পারেন। সেক্ষেত্রে ছাড় দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখতে ৩ সদস্যের কমিটি গঠন করে দেয় হাইকোর্ট। এই রায়কেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শহরের বেশ কয়েকটি বেসরকারি স্কুল। তাদের সেই আবেদন নাকচ করে কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখল দেশের শীর্ষ আদালত।
Comments are closed.