Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

প্রকৃত বন্ধু-বিদায়ে মুহ্যমান বাংলাদেশ, অভিভাবককে হারিয়ে বিহ্বল হাসিনা

শুভাশিস মণ্ডল

প্রকৃত বন্ধুকে হারিয়ে মুহ্যমান প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। ১৯৭১-এর মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর পাশে থেকে সহায়তা করেছেন ইন্দিরা গান্ধি-প্রণব মুখোপাধ্যায় তা বলার অপেক্ষা রাখে না। মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধু হিসেবে ২০১৩ সালের ৪ মার্চ প্রণবের হাতে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ তুলে দিয়েছিল বাংলাদেশ সরকার। তাই বন্ধু-বিয়োগের খবর পেয়ে মন ভারাক্রান্ত বাংলাদেশের। প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

২০১৩ সালের ৪ মার্চ প্রণব মুখোপাধ্যায়ের হাতে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ তুলে দিচ্ছেন তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘পরম সুহৃদ’ প্রণব মুখোপাধ্যায়ের ‘অসামান্য অবদানের’ কথা স্মরণ করার পাশাপাশি ব্যক্তিগত জীবনে একজন ‘অভিভাবক ও পারিবারিক বন্ধুকে’ হারানোর কষ্টের কথা বলেছেন তাঁর শোকবার্তায়। শেখ হাসিনা বলেছেন, ‘‘বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে একজন রাজনীতিবিদ ও আমাদের পরম সুহৃদ হিসেবে প্রণব মুখার্জির অনন্য অবদান কখনও বিস্মৃত হবার নয়। আমি সবসময় মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করি।”

- Sponsored -

শোকবার্তায় হাসিনা আরও বলেন, ‘‘১৯৭৫-এর ১৫ অগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ভারতে নির্বাসিত থাকাকালীন প্রণব মুখার্জি আমাদের সবসময় সহযোগিতা করেছেন। এমন দুঃসময়ে তিনি আমার পরিবারের খোঁজখবর রাখতেন এবং যেকোনও প্রয়োজনে আমার ছোট বোন শেখ রেহানা ও আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। দেশে ফেরার পরও প্রণব মুখার্জি সহযোগিতা এবং উৎসাহ দিয়েছেন। তিনি আমাদের অভিভাবক ও পারিবারিক বন্ধু। যেকোন সংকটে তিনি সাহস যুগিয়েছেন।”

 

প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোকবার্তায় বলেন, ‘‘প্রণব মুখার্জির মৃত্যুতে ভারত হারালো একজন বিজ্ঞ ও দেশপ্রেমিক নেতাকে আর বাংলাদেশ হারালো একজন আপনজনকে। তিনি উপমহাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে থাকবেন।”

অন্যদিকে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক শোকবার্তায় বলেছেন, ‘‘অপূরণীয় প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যু ভারতীয় উপমহাদেশের রাজনীতির জন্যই এক ক্ষতি। প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে প্রণব মুখার্জির ভূমিকা আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে জনমত তৈরিতে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।”

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.