দুর্গাপুজোর আয়োজনে বঙ্গ বিজেপি! উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শোভাঞ্জন দাশগুপ্ত
রাজ্যজুড়ে করোনা আবহে যখন দুর্গাপুজো নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে তখন রাজ্য বিজেপি নিজেরাই উদ্যোগ নিল শারদোৎসব করার। তবে সরাসরি নয়, পুজো করবে বিজেপির সংস্কৃতি সেল এবং মহিলা মোর্চা। এর জন্য ভাড়া করা হয়েছে পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রের (EZCC) প্রেক্ষাগৃহ। এদিন প্রেক্ষাগৃহ পরিদর্শন এবং পরিকল্পনা ঠিক করার জন্য একটি বৈঠক হল ইজেডসিসি-তে। বিজেপির পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, সব্যসাচী দত্ত, জয়প্রকাশ মজুমদার-সহ অন্যান্যরা।
ষষ্ঠীর দিন ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুজোর বিভিন্ন দিনে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিসর্জনের দায়িত্বে থাকবে বিজেপি যুব মোর্চা। যদিও করোনা পরিপ্রেক্ষিতে রাজ্যে এবার বন্ধ করা হয়েছে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। সেক্ষেত্রে প্রশ্ন এখন একটাই, করোনাবিধি মেনে কতটা অনুষ্ঠান করা সম্ভব সেটাই দেখার। যদিও বিজেপি নেতাদের দাবি সমস্ত প্রোটোকল মেনেই হবে বিজেপির দুর্গাপুজো। সূত্রের খবর, পুজো নিয়ে বিজেপির অভ্যন্তরে এরমধ্যেই শুরু হয়েছে বিরোধও।
Comments are closed.