হলদিয়ায় আসার কথা বাংলায় ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নিজস্ব সংবাদদাতা: রবিবার হলদিয়ায় ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়ামের একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গে আসার কথা নিজেই বাংলায় ট্যুইট করে জানালেন মোদি। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘আগামীকাল সন্ধ্যায়, আমি পশ্চিমবঙ্গের হলদিয়ায় থাকব। সেখানে একটি অনুষ্ঠানে, বিপিসিএল নির্মিত এলপিজি আমদানি টার্মিনালটি জাতির উদ্দেশে উৎসর্গ করবো। একই সঙ্গে প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রকল্পের অন্তর্গত ধোবি-দুর্গাপুর প্রাকৃতিক গ্যাস পাইপলাইন বিভাগ জাতির উদ্দেশে উৎসর্গ করবো।’
আগামীকাল সন্ধ্যায়, আমি পশ্চিমবঙ্গের হলদিয়ায় থাকব। সেখানে একটি অনুষ্ঠানে , বিপিসিএল নির্মিত এলপিজি আমদানি টার্মিনালটি জাতির উদ্দেশে উৎসর্গ করবো।একই সঙ্গে প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রকল্পের অন্তর্গত ধোবি – দুর্গাপুর প্রাকৃতিক গ্যাস পাইপলাইন বিভাগ জাতির উদ্দেশে উৎসর্গ করবো। pic.twitter.com/Fkl8E3uGjL
— Narendra Modi (@narendramodi) February 6, 2021
রবিবার হলদিয়ায় একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের জন্য মোট ব্যায়বরাদ্দ প্রায় ৪ হাজার কোটি টাকা। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকেও। কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারীকেও সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি অসুস্থ থাকায় আসতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।
এই সফরকালে নরেন্দ্র মোদি একটি দলীয় সভাও করবেন হলদিয়ার পোর্ট ট্রাস্টের গেস্ট হাউস সংলগ্ন মাঠে। এ নিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে সমর্থকদের আনার চেষ্টা করছে রাজ্য বিজেপি। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, বিজেপি একুশের ভোটের প্রস্তুতি শুরু করে দিতে চলেছে মোদির এই সভার মাধ্যমেই।
Comments are closed.