‘নতুন প্রযুক্তির ওপর জোর দিতে হবে’, নয়া শিক্ষানীতির আলোচনায় বার্তা নমোর
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
দেশের নয়া শিক্ষানীতির ওপর জোর দিয়ে নতুন যুগের শিক্ষাব্যবস্থার মন্ত্র দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার শুরু হওয়া দু’দিনব্যাপী নয়া শিক্ষানীতি ২০২০-র অধীনে নতুন শিক্ষাব্যবস্থা নিয়ে সম্মেলনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। শিক্ষা পড়ুয়াদের মধ্যে ইতিবাচক চিন্তাধারার সূচনা করে বলে উল্লেখ করলেন তিনি। নতুন যুগের শিক্ষার উপরে পাঁচটি নীতিকথাও এদিন বলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নতুন শিক্ষানীতি কার্যকর করার ওপরও জোর দেন তিনি।
Speaking on 'School Education in 21st Century.’ https://t.co/N0IXnJpkud
— Narendra Modi (@narendramodi) September 11, 2020
এদিনের সম্মেলেন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক-সহ বিভিন্ন রাজ্যের অতিথিরা। সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি বলেন, “শিক্ষা যখন চারপাশে ছড়িয়ে পড়ে, তখন তা পড়ুয়াদের জীবনে এবং পুরো সমাজের মধ্যেই প্রভাব পড়ে। আমাদের নতুন প্রযুক্তির ওপর জোর দিতে হবে, যাতে থাকবে যুক্ত হওয়া, ব্যবহার করা, অভিজ্ঞতার দিকগুলি।”
প্রধানমন্ত্রীর কথায় দেশের প্রত্যেকটি অঞ্চলের নিজস্ব বিশেষত্ব রয়েছে, নিজস্ব শিল্পকলা রয়েছে, কাজ করার ধরন রয়েছে– যেখানে দরকার প্রচণ্ড দক্ষতা। ওই সমস্ত এলাকায় থাকা পড়ুয়াদের দিকে লক্ষ্য রাখতে হবে এবং বুঝতে হবে যাতে তাদের আন্তরিক সংযোগ ও সম্মান তৈরি হয়। পাশাপাশি শিল্পগুলিতে পড়ুয়াদের যোগ করা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিনের অনুষ্ঠানে বলেন নয়া শিক্ষানীতি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সিলেবাসের বোঝা কমিয়ে মৌলিক চিন্তাধারার উপরে জোর দেয়া যায়। পড়ুয়াদের মধ্যে গাণিতিক চিন্তাভাবনা ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তাঁর যুক্তি এইভাবেই গণিতের সমস্যা সমাধানে নয়, চিন্তাধারার মাধ্যমে সমস্যা সমাধান হবে।
Comments are closed.