নয়া সংসদ ভবনের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
বৃহস্পতিবার সংসদ ভবন চত্বরেই নয়া সংসদ ভবনের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন টাটা ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটা, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ-সহ বিভিন্ন সম্প্রদায় ও ধর্মালম্বী মানুষেরা। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং বিদেশি রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে। নয়া সংসদ ভবনের একটি ফলকও এদিন উন্মোচন করেন প্রধানমন্ত্রী মোদি। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “এটি ভারতের ঐতিহ্যকে আরও বাড়িয়ে তুলবে এবং নতুন ভারতের সাক্ষ্য বহন করবে।”
Democracy is a culture in India. Democracy is a life value, a way of life and the soul of the life of the nation for India. Democracy of India is a system developed with the experience of centuries: PM Narendra Modi at foundation stone laying ceremony of new Parliament building pic.twitter.com/NA1o2uyLcP
— ANI (@ANI) December 10, 2020
প্রধানমন্ত্রী মোদি বলেন, “আজ একটি ঐতিহাসিক দিন। আজ এমন একটি দিন যেদিন আমাদের ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। পুরানো সংসদ ভবন যদি আমাদের ১৯৪৭-এর দিকে নিয়ে যায়, তাহলে নয়া সংসদ ভবন নতুন এবং আত্মনির্ভর ভারতকে চিহ্নিত করবে।” পুরানো এবং বর্তমান সংসদ ভবন সম্পর্কে প্রধানমন্ত্রী মোদি বলেন, “যেদিন আমি এই গণতন্ত্রের মন্দিরে প্রবেশ করি, সেটি ছিল আমার কাছে আবেগময় দিন। প্রথমবার আমি মাথানত করেছিলাম সেটা মনে আছে।” বর্তমান করোনা অতিমারী এবং এমন একটি ঐতিহ্যমণ্ডিত ভবন বাতিল করে নয়া সংসদ ভবন তৈরির প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। তার জবাবে এদিন প্রধানমন্ত্রী বলেন, “বহুবার এই ভবনের সংস্কার করা হয়েছে… এবার একে বিশ্রাম দেওয়া প্রয়োজন।”
এদিন নয়া সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে পৌরহিত্য করেন কর্নাটকের শ্রীঙ্গেরি মঠের পুরোহিতরা, তাঁদের মাধ্যমেই “ভূমি পূজন” হয় নয়া সংসদ ভবনের। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি, নগরোন্নয়নমন্ত্রী হরদীপ সিং পুরি, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ পুজো দেন, পরে সর্বধর্ম সবন্ময়ের একটি অনুষ্ঠান করা হয়।
নয়া সংসদ ভবনের শিলান্যাস ও ভূমিপূজন নিয়ে এদিন সরকারকে তোপ দেগেছে কংগ্রেস। দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা ট্যুইট করেন “মোদি মহাশয়, ইতিহাস সাক্ষী থাকবে, যখন ১৬ দিনে দেশের অন্নদাতারা রাস্তায় তাঁদের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন, সেই সময় কেন্দ্রীয় ভিস্তার নামে আপনি নিজের জায়গা তৈরি করছিলেন। গণতন্ত্র, ক্ষমতা খামখেয়ালপনাকে চরিতার্থ করা নয়, মানুষের কল্যাণ ও পরিষেবা দেওয়ার জন্য।” তবে অনেক সাংসদ নয়া সংসদ ভবন তৈরির পক্ষে। তাঁদের মতে, সাংসদদের দফতর এবং বিভিন্ন অত্যাধুনিক সুবিধার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে ব্রিটিশ আমলের পুরানো ভবনে। লোকসভা ও রাজ্যসভার ক্ষেত্রেও বসার জায়গা নিয়ে এখানে সমস্যা তৈরি হচ্ছে।
নয়া সংসদ ভবনটি হবে চারতলা ভবন ধাঁচের। ১,২২৪ জনের আসন বিশিষ্ট নতুন সংসদ ভবন তৈরিতে মোট খরচ হবে ৯৭০ কোটি টাকা। নয়া সংসদ ভবনের প্রথমদিকেই থাকবে রিসেপনশন. তথ্যকেন্দ্র এবং সাধারণ মানুষের জন্য ওয়েটিং রুম, ব্যবহার করতে পারবে বিশেষভাবে সক্ষমরাও। একটি গেট থাকবে বিশএষ বিশএষ সময়ে প্রবেশের জন্য এবং আরেকটি বিশেষ গেট থাকবে শুধুমাত্র লোকসভার অধ্যক্ষ ও রাজ্যসভার চেয়ারম্যানের প্রবেশের জন্য।
Comments are closed.