ভারতকে ঘিরে বিশ্বের বিপুল প্রত্যাশা, ‘ইন্ডিয়া আইডিয়াস সামিটে’ বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বেঙ্গল ফাস্ট : বুধবার ভারত-মার্কিন বাণিজ্য সম্মেলন থেকে দেশের দুই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারমধ্যে রয়েছে প্রতিরক্ষা ও মহাকাশক্ষেত্র। এদিনের সম্মেলনে দেশের প্রধান প্রশাসক বলেন, সহজভাবে জীবন ধারণ করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই ব্যবসাও গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর ভাষায়, “আজ ভারতের প্রতি সারা বিশ্বের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। তার একটাই কারণ, ভারত সঠিক রাস্তা, সুযোগ ও বিকল্প খুঁজে দিয়েছে। ভারত আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগের আমন্ত্রণ জানাচ্ছে। দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়ছে।”
NOW is the best time to invest in India. pic.twitter.com/RHe0F8U5Ut
— Narendra Modi (@narendramodi) July 22, 2020
ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল আয়োজিত ‘ইন্ডিয়া আইডিয়াস সামিটে’ প্রধানমন্ত্রী শুধুমাত্র বিনিয়োগের আহ্বানই জানাননি, একইসঙ্গে তার ক্ষেত্রও উল্লেখ করেছেন। ভার্চুয়াল সামিটে তিনি বলেন, “যখন ভারত বাণিজ্যিক ক্ষেত্রে ঊর্ধ্বগামী, সেই সময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। আজ ভারতকে ঘিরে বিশ্বের বিপুল প্রত্যাশা। এর মূল কারণ হল, উদারতার পাশাপাশি ভারতের সুযোগ এবং নানা বিকল্প সুযোগ-সুবিধা আছে। তাই আপনারা এই সুযোগ ব্যবহার করুন।”
Global economic resilience will be shaped by stronger domestic economic capacities. India is doing so by working towards an Aatmanirbhar Bharat. pic.twitter.com/ZZ1GFcy9E9
— Narendra Modi (@narendramodi) July 22, 2020
দুই দিনের ভার্চুয়াল ‘ইন্ডিয়া আইডিয়াস সামিটে’ বক্তাদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, মার্কিন সচিব মাইক পম্পেও, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু, মার্কিন রাষ্ট্রদূত কেন জেস্টার-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।
Comments are closed.