করোনা পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নিজস্ব সংবাদদাতা : দেশের করোনা পরিস্থিতি নিয়ে দ্বিতীয় ভার্চুয়াল সর্বদল বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। শুক্রবার সকাল সাড়ে দশটায় ডাকা এই বৈঠক সংসদের দুই কক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের ফ্লোর লিডারদের আমন্ত্রণ জানানো হয়েছে।
৪ ডিসেম্বরের ভার্চুয়াল বৈঠক নিয়ে ইতিমধ্যেই সংসদ বিষয়ক মন্ত্রী আমন্ত্রণ পাঠিয়ে দিয়েছেন নির্দিষ্ট রাজনৈতিক দলনেতাদের কাছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে শুক্রবারের বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি।
Comments are closed.