সীমানা পুনর্বিন্যাসের পর ফের রাজ্যের মর্যাদা জম্মু-কাশ্মীরকে, আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
নিজস্ব সংবাদদাতা : সীমানা পুনর্বিন্যাসের পর রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে জম্মু-কাশ্মীরকে। বৃহস্পতিবার ঘণ্টা তিনেক ধরে জম্মু-কাশ্মীরের রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের ৮টি রাজনৈতিক দলের ১৫ জন নেতা। উপস্থিত ছিলেন ফারুক আবুদল্লা, গুলাব নবী আজাদ, মেহবুবা মুফতি-সহ অন্যান্যরা। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
Our priority is to strengthen grassroots democracy in J&K. Delimitation has to happen at a quick pace so that polls can happen and J&K gets an elected Government that gives strength to J&K’s development trajectory. pic.twitter.com/AEyVGQ1NGy
— Narendra Modi (@narendramodi) June 24, 2021
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে। দিল্লি থেকে দূরত্ব ও দিল কি দূরত্ব ঘোচানো দরকার।’ পরে ট্যুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, জম্মু-কাশ্মীরের গণতন্ত্রকে শক্তিশালী করাই অগ্রাধিকার। ভোটগ্রহণের জন্য দ্রুত সারতে হবে সীমানা পুনর্বিন্যাস। এদিনের বৈঠক শেষে কংগ্রেসের গুলাম নবী আজাদ বলেন, ‘কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া, অবিলম্বে বিধানসভা নির্বাচন করে গণতান্ত্রিক পরিবেশ ফেরানো, সব রাজনৈতিক বন্দিদের মুক্তি, ডোমিসাইল চালু এবং কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসন। এই পাঁচটি দাবি প্রধানমন্ত্রীর সামনে রাখা হয়েছিল।’
Comments are closed.