Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

দ্রুত করোনা ভ্যাকসিন পৌঁছানোর আহ্বান প্রধানমন্ত্রী মোদির

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি    

করোনা ভাইরাসের টিকা দ্রুত সরবরাহের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার কোভিড ১৯-এর টিকা সরবরাহের প্রস্তুতি ব্যবস্থা খতিয়ে দেখে, যাতে তা ভারতের বৈচিত্র্য ও বিস্তারতার কথা মাথায় রেখে সরবরাহের ব্যবস্থা করা হয়, তার পরামর্শ দিলেন তিনি।

দেশে করোনা ভাইরাস সংক্রমণ দিনে দিনে বেড়েই চলেছে। মার্চ থেকে ছড়িয়ে পড়া এই মারণ ভাইরাস কবে বাগে আসবে, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও আশ্বাস পাওয়া যায়নি। সারা বিশ্বে এই নিয়ে এখনও অন্ধকারে, যদিও শুরু হয়েছে বিভিন্ন পর্যায়ের ট্রায়াল। তা সফল হলেই মিলবে ভাইরাস। এরমধ্যেই শনিবার কোভিড ভাইরাসের টিকা সরবরাহের প্রস্তুতি খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তা যাতে দ্রুত মানুষের দরবারে পৌঁছায়, তার পরামর্শ দিলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রকের তরফে এদিন ট্যুইট করে জানানো হয়েছে, ভারতে দৈনিক সংক্রণের হার কমেছে, ফলে দেড় মাসে আক্রান্তের সংখ্যা বা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৮ লক্ষের নীচে, বেড়েছে সুস্থতার হারও। এখনও পর্যন্ত ৬৫ লক্ষের বেশি মানুষ আরোগ্যলাভ করেছেন বলে জানানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। শনিবার এই সমস্ত বিষয় নিয়েই বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

- Sponsored -

এদিন প্রধানমন্ত্রীর দফতর থেকে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, করোনার তিনটি টিকা এখন অ্যাডভান্স স্টেজে রয়েছে, তারমধ্যে দুটি রয়েছে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতিবেশী দেশ আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, মরিশাস, নেপাল ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে করোনার টিকা সংক্রান্ত গবেষণা চালিযে যাচ্ছেন ভারতের বিজ্ঞানী ও গবেষকরা। বাংলাদেশ, মায়নমার, কাতার, এবং ভুটান তাদের দেশে ক্লিনিক্যাল ট্রায়ালের ইচ্ছেপ্রকাশ করেছে বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর দফতরের জারি করা বিবৃতিতে বলা হয়, “দেশের বৈচিত্রতা এবং বিস্তারতার কথা মাথায় রেখে, যাতে টিকা দ্রুত সরবরাহ করা যায়, সেদিকে জোর দিতে বলেছেন প্রধানমন্ত্রী। সঠিকভাবে প্রশাসন, পরিকাঠামো ও সরবরাহ ব্যবস্থাকে প্রতিটি পর্যায়ে কাজ করতে বলেছেন তিনি।” প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, পর্যায়গুলির মধ্যে রয়েছে হিমঘর, সরবরাহ ব্যবস্থা, নজরদারি ব্যবস্থা, উচ্চতর মূল্যায়ণ, এবং সিরিঞ্জ-সহ অন্যান্য সামগ্রীর জোগান।

এদিন প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন প্রক্রিয়া এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কাজের অভিজ্ঞতাকে টিকার সরবরাহে ব্যবহার করতে হবে। তাঁর কথায়, এই কাজে একসঙ্গে কাজ করবে সরবরাহ এবং প্রশাসন বিভাগ। টিকা সরবরাহের কাজে রাজ্য, কেন্দ্রীয় সরকার, নাগরিক সমাজ থেকে শুরু করে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশের সর্বোচ্চ প্রশাসক। প্রধানমন্ত্রী জানান, এই কাজটি এমনভাবে করতে হবে যাতে তা দেশের স্বাস্থ্য বিভাগের পক্ষে টিকিয়ে রাখা সম্ভব হয়, এবং এই কাজে তথ্য প্রযুক্তি বিভাগের শক্তপোক্ত ভূমিকা থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, “শুধুমাত্র আমাদের নিকটতম প্রতিবেশীর মধ্যেই চেষ্টাকে সীমাবদ্ধ রাখলে চলবে না, টিকা সরবরাহের জন্য, টিকা দেওয়া, ওষুধ দেওয়া বা তথ্য প্রযুক্তি ক্ষেত্রকে পুরো বিশ্বে ছড়িয়ে দিতে হবে।”

শনিবার প্রধানমন্ত্রীর এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রধান সচিব, নীতি আয়োগ (স্বাস্থ্য) সদস্য, প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক-সহ অন্যান্যরা। বৈঠক থেকে এদিনও দেশবাসীকে মাস্ক পরা, সামাজিক দূরত্ববিধি মনে চলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.