শ্রমজীবী হাসপাতালের পাশে শিক্ষকরা
রূপম চট্টোপাধ্যায়
দেখতে দেখতে আট মাস পেরিয়ে গেল করোনার বিরুদ্ধে লড়ছে শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতাল। আর এই লড়াইয়ে সব চেয়ে সক্রিয় ভাবে পাশে থেকেছেন নানা স্তরের সাধারণ মানুষ। দীর্ঘ আটমাস যাবৎ শ্রমজীবী কোভিড ১৯ হাসপাতাল, শ্রীরামপুর হুগলি জেলার প্রথম কোভিড হাসপাতাল হিসাবে কোভিড রুগীদের পরিষেবা দিয়ে আসছে। চিকিৎসা ক্ষেত্রেও প্রথম শ্রেণির চিকিৎসা পরিষেবা দেওয়ায় সচেষ্ট থাকছে।
এ পর্যন্ত প্রায় ১৬০০ রুগী পরিষেবা পেয়েছে। কিন্তু চলার পথ তত মসৃণ নয়, স্বাস্থ্যকর্মীরাও অনকেই আক্রান্ত হয়েছেন, কিন্তু সুস্থ হয়েই আবার দ্বিগুণ উৎসাহে কাজে নেমে পড়েছেন। আবার সাধারণ মানুষও সব সময়েই বাড়িয়ে দিয়েছেন অকুণ্ঠ সহযোগিতার হাত। যখনই কোনও সমস্যা হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই সমস্যার কথা তুলে ধরতেই এগিয়ে এসেছেন বন্ধুরা। সোশ্যাল মিডিয়ার এ এক আলোকিত দিকও বটে।
সম্প্রতি প্রায় একই সঙ্গে খারাপ হয় হাসপাতালের দুটি ইসিজি মেশিন। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয় সেই সঙ্কটের কথা। প্রায় সঙ্গে সঙ্গেই হাসপাতালে চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে ওঠা রুগী থেকে প্রবাসী বন্ধু-সহ বহুজন বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। তেমনই আজ এগিয়ে এলেন হুগলি জেলার হরিপাল ব্লকের প্রাথমিক শিক্ষকরা। তাঁরা সম্মিলিত ভাবে চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য হাসপাতালের হাতে তুলে দিলেন একচল্লিশ হাজার টাকার চেক।
Comments are closed.