‘পুলিশের ক্র্যাচে ভর করে চলছে পশ্চিমবঙ্গ সরকার’, শিলিগুড়িতে রাজ্যের বিরুদ্ধে সরব রাজ্যপাল
নিজস্ব সংবাদদাতা : রবিবার দার্জিলিং যাওয়ার পথে শিলিগুড়িতে বসে পুলিশ ও মমতা প্রশাসনের বিরুদ্ধে ফের তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যের করোনা পরিস্থিতি থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পে রাজ্যের অনীহা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। পাশাপাশি দার্জিলিংয়ের জেলাশাসক ও পুলিশ সুপারকেও ভর্ৎসনা করলেন রাজ্যপাল জগদীপ ধনকর।
After 90 minute involved interaction with Siluguri media, on way to Darjeeling Raj Bhawan-another work place for me. pic.twitter.com/ldLSiiRocg
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 1, 2020
শিলিগুড়ি সার্কিট হাউসে সাংবাদিক বৈঠকে রাজ্যপাল বলেন, ‘করোনা একটা জিনিস সুনির্দিষ্টভাবে প্রমাণ করেছে যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। কেন্দ্রের জনকল্যাণমূলক প্রকল্পের প্রকাশ্য বিরোধিতা রাজ্যের। সঙ্কটের সময় আয়ুষ্মান ভারত প্রকল্প গ্রহণ করা উচিত ছিল। দূরদর্শিতার অভাবে ভুগেছেন রাজ্যের মানুষ।’ সাংবাদিক বৈঠকে রাজ্যপাল আরও বলেন, ‘রাজ্যে গণতন্ত্র হত্যার খেলায় মেতেছে একশ্রেণির মানুষ। রাজ্যে রাজনৈতিক হত্যা, ধর্ষণ, নানান সন্ত্রাসবাদী কার্যকলাপ বেড়েছে। ভেঙে পড়ছে রাজ্যের আইনশৃঙ্খলা। সাধারণ মানুষ আইনের প্রতি ভরসা হারাচ্ছেন। ভয়ঙ্কর পরিস্থিতি।’
এরপরই দার্জিলিংয়ের জেলাশাসক ও পুলিশ সুপারকে উদ্দেশ্য করে রাজ্যপাল বলেন, ‘বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার পুলিশের ক্র্যাচে ভর করে চলছে। পুলিশকে তার নিজের কাজ করতে দেওয়া হচ্ছে না। রাজনৈতিক কাজে তাঁদের ব্যবহার করা হচ্ছে। পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। দার্জিলিংয়ে পুলিশ সুপার ও জেলাশাসক দুজনেই তরুণ। আমি তাদের বলব, রাজনৈতিক কর্মীর মতো আচরণ করা আপনাদের কাজ নয়। রীতিমতো কোমর বেঁধে তারা রাজনীতি করছেন। বেশ কিছু গুরুতর তথ্য রয়েছে আমার কাছে। কার্যত ২৪ ঘণ্টা রাজনীতির মধ্যে ঢুকে রয়েছেন তাঁরা। সেটা তাদের কাজ নয়। এই কাজ যারা করছেন বা করাচ্ছেন তাঁদের মূল্য চোকাতে হবে। নিজেরাই নিজেদের কবর খুঁড়ছেন। এই সরকার আগুন নিয়ে খেলছে।’
Comments are closed.