বিরোধীদের দাবি নস্যাৎ! তিনটি কৃষি বিলে সই রাষ্ট্রপতির
শুভাশিস মণ্ডল
সংসদের বাদল অধিবেশনে পাস হওয়া বিতর্কিত তিনটি কৃষি বিলে রবিবার স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দেশজুড়ে কৃষকদের প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই রাষ্ট্রপতির স্বাক্ষরের ফলে আইনে পরিণত হল কৃষি বিল।
এর আগে নজিরবিহীন বিক্ষোভ-হইহট্টগোলের মধ্যে ধ্বনি ভোটে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার পাস করিয়ে নেয় কৃষি বিল। রাজ্যসভার ওয়েলে নেমে হইহট্টগোল করার জন্য বিরোধী দলের ৮ সাংসদকে এক সপ্তাহের জন্য সাসপেন্ডও করা হয়। পাশাপাশি বিলের বিরুদ্ধে কেন্দ্রের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন শিরোমণি অকালি দলের হরসিমরত কাউর বাদল। এর কয়েকদিন পরেই তিনটি কৃষি বিলের বিরুদ্ধে এনডিএ ছেড়ে বেরিয়ে যায় জোটের সবচেয়ে পুরনো শরিক পঞ্জাবের শিরোমণি অকালি দল।
President gives his assent to the three #FarmBills :
▪️Farmers' Produce Trade and Commerce (Promotion and Facilitation) Bill, 2020
▪️Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Bill, 2020
▪️Essential Commodities (Amendment) Bill 2020 pic.twitter.com/PmjG4jNopC— All India Radio News (@airnewsalerts) September 27, 2020
বিলের বিরোধিতায় পঞ্জাব, হরিয়ানা-সহ দেশের বিভিন্ন রাজ্যে আন্দোলন শুরু করে কৃষকেরা। অবরোধ হয় জাতীয় সড়ক। বিরোধী দল-সহ দেশের কৃষকশ্রেণির দাবি, এই বিলে কার্যত কর্পোরেটরাজ কায়েম হবে। কৃষকরা সহায়ক মূল্য পাবেন না। সরকারি হস্তক্ষেপ উঠে গিয়ে বাজারকে উন্মুক্ত করে দিলে দর কষাকষির উপরই দাম নির্ভর করবে। সেক্ষেত্রে কৃষকস্বার্থ লঙ্ঘিত হবে। তবে সরকারের দাবি, এই বিলে মধ্যস্থতাকারীদের দাপট কমবে, চাষিরা সরাসরি বিক্রির সুযোগ পাবেন।
Comments are closed.