কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের

নিজস্ব সংবাদদাতা: জল্পনার অবসান। কংগ্রেস ছেড়ে তৃণমূলে এলেন প্রণব-পুত্র। তৃণমূল ভবনে পার্থ চট্টোপাধ্যায়-সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। জোড়াফুলে যোগ দিয়ে অভিজিৎ বলেন, ‘‘বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন তিনি বিজেপিকে রুখতে পারেন। আমার বিশ্বাস আগামী লোকসভা ভোটেও তিনি তা পারবেন।’’
কংগ্রেসের টিকিটে মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে দু’বার সাংসদ হয়েছিলেন অভিজিৎ। তার আগে হয়েছিলেন বীরভূমের নলহাটির বিধায়ক। অভিজিৎ মুখোপাধ্যায়ের বাবা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও রাজনীতির প্রয়োজনে ইন্দিরা গান্ধির সঙ্গ ছেড়ে দেবরাজ আর্সের দলে নাম লেখান।
Comments are closed.