Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

করোনা পজিটিভ প্রাক্তন রাষ্ট্রপতি, ট্যুইট করলেন স্বয়ং প্রণব মুখোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা : করোনা আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee)। নিজেই ট্যুইট করে করোনা পজিটিভ হওয়ার খবর দেন দেশের রাজনীতির এই চাণক্য। প্রণববাবু শারীরিক অন্য সমস্যার জন্য সেনা হাসপাতালে যাওয়ার পরই সেখানে কোভিড পরীক্ষা হয় তাঁর। তারপরই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে দেশের এই প্রাক্তন রাষ্ট্রপতির।

- Sponsored -

এদিন ট্যুইট করে প্রণব মুখোপাধ্যায় জানান, ‘অন্য একটি চিকিত্‍‌সার জন্য হাসপাতালে গিয়ে আজ আমার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। গত সপ্তাহে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের কাছে অনুরোধ করছি তাঁরা যেন নিজেদের আইসোলেশনে রাখেন এবং কোভিড-১৯ পরীক্ষা করিয়ে নেন।’

৮৪ বছরের প্রাক্তন রাষ্ট্রপতি নয়াদিল্লির ১০ নং রাজাজি মার্গে থাকেন কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের সঙ্গে। পারিবারিক সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার দ্রুত আরোগ্য কামনা করেছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রী থেকে আমজনতা।

করোনা ভাইরাসে দেশের একাধিক নেতাও আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্জুনরাম মেঘওয়াল, বিকাশ সারঙ্গ, শিবরাজ সিং চৌহান, ধর্মেন্দ্র প্রধান, বি শ্রীরামুলু, কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা, সিদ্ধারামাইয়া, কার্তি চিদাম্বরম থেকে অনেকেই।

 

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.