Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

দুচোখ ভরে দেখুন মাকে, মাস্কটি থাকুক মুখে-নাকে, করোনা প্রতিরোধে পোস্টারবার্তা প্রশাসনের

নিজস্ব সংবাদদাতা : করোনা আবহের মধ‍্যেই এবারে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসব। “করোনা অসুর” তাণ্ডবে উৎসবের আমেজ অনেটাই ফিকে। সারা দেশের পাশাপাশি রাজ‍্যেও বাড়ছে কোভিড সংক্রমণ। বিশেষজ্ঞদের আশঙ্কা পুজোতে ভিড় হলে সংক্রমণ দ্রুত কয়েকগুণ বেড়ে যেতে পারে।

 

- Sponsored -

ইতিমধ্যেই পুজোয় মণ্ডপ ও প্রতিমা দর্শন নিয়ে নানা বিধি নিষেধ-সহ নির্দেশনামা জারি করেছে হাইকোর্ট। অন‍্যদিকে এই পুজোর ভিড়ে যাতে সংক্রমণ না বাড়ে সে বিষয়ে নানাভাবে সতর্কবার্তা দেওয়া হচ্ছে জনগণকে। মাইক প্রচার, টিভিতে বিজ্ঞাপন-সহ নানা ভাবে জনগণকে সচেতন করার চেষ্টা হচ্ছে। এরই সাথে যোগ হয়েছে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পোস্টারবার্তা। দৃষ্টি আকর্ষণমূলক এই পোস্টারবার্তা গুলো সোশ্যাল মিডিয়া-সহ নানা মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে তৎপর প্রশাসনিক কর্তারা। তাঁরাও চেষ্টা করছেন বিভিন্ন ভাবে। এই আকর্ষণীয় পোস্টারগুলো প্রিন্ট করে অনেক পুজো কমিটি তাদের মণ্ডপে ব‍্যবহার করছে।

এই পোস্টারগুলোর কিছু পোস্টারে দেখা যাচ্ছে শিরোনামে লেখা রয়েছে “পূজার প্রার্থনা” আর হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার সাথে লেখা রয়েছে কিছু সাবধান বাণী। এই পোস্টারগুলোতে যে বার্তাগুলো রয়েছে তা হলো, “অনলাইনে পূজায় মাতবো”, “পূজা দেখবো মাস্ক পরে”, “ভিড় এড়াব, কোভিড তাড়াব”, “অঞ্জলি দেব বাড়ির ফুলে”, “স‍্যানিটাইজার রাখবো সঙ্গে” “সবাই সবাইকে ভালো ও সুস্থ রাখব”। আর একধরনের পোস্টার প্রতীকী ভাবে সাধারণ জনগণের ছবি ব‍্যবহার করা হয়েছে এবং সর্বজনীন সতর্কতা, শারদীয়ার সার্থকতা শিরোনাম দেওয়া হয়েছে এবং তাতে নানা সাবধান বাণী‌ লেখা রয়েছে। এই পোস্টারগুলোতে বিভিন্ন বার্তাবহ ছবি-সহ যে ধরনের বার্তা লেখা রয়েছে সেগুলো হলো, “দুচোখ ভরে দেখুন মাকে, মাস্কটি থাকুক মুখে নাকে”,” মাস্ক পরে বেরব আমি, তোমার আমার জীবন দামী‌”, “উৎসব হোক সবার,মেনে নিয়ম সাবধানতার”,” সাবান কিংবা স‍্যানিটাইজারে, হাত শুদ্ধি বারে বারে,” “সংক্রমণ রুখতে পূজার সময়, নিজের ব ফুল ছাড়া পুষ্পাঞ্জলি একদম নয়,”,”মাস্ক পরো সঠিক ভাবে, তবেই তুমি লড়াই জিতবে” ইত‍্যাদি। কলকাতা-সহ গোটা রাজ‍্যে ছড়িয়েছে পোস্টার বার্তাগুলো। পশ্চিম মেদিনীপুর জেলাতেও বার্তাগুলো ছড়িয়ে দিতে প্রশাসনিক স্তরে তৎপরতা লক্ষ্য করা গেছে। বিভিন্ন পুজো মণ্ডপে রয়েছে এই জাতীয় বার্তা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.