রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টকেই কার্যত মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। খুন, ধর্ষণ, অস্বাভাবিক মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নেতৃত্বাধীন ৫ সদস্যের ডিভিশন বেঞ্চ।
রাজ্যে মে মাসের শুরুতে বিধানসভা ভোটের ফল বেরনোর পর থেকেই বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা শাসক দল তৃণমূলের সন্ত্রাসের মুখোমুখি হচ্ছে বলে আদালতে মামলা হয়। হাইকোর্টের নির্দেশে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা জেলায় জেলায় ঘুরে রিপোর্ট তৈরি করে তা আদালতে জমা দেয়। সেই রিপোর্ট রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক বলে আদালতকে জানায় রাজ্য সরকার।
বৃহস্পতিবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, কমিশনের রিপোর্টকে পক্ষপাতমূলক বলা সঠিক নয়। হাইকোর্ট তার নির্দেশে বলেছে, খুন, ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর মামলায় তদন্ত করবে সিবিআই। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলায় ৩ সদস্যের সিট গঠনেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ভাঙচুর, আগুন, মারধর, ঘরছাড়া করার মতো মামলাগুলির তদন্ত করবে বিশেষ তদন্তকারী দল বা সিট। এই দলের তিন প্রতিনিধি হলেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র, সুমন বালা সাহু ও রণবীর কুমার। সিবিআই ও সিট-কে ৬ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।
ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতেও রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি এই মামলায় নতুন ডিভিশন বেঞ্চ গঠন করল হাইকোর্ট। নতুন বেঞ্চে এই মামলায় পরবর্তী প্রক্রিয়া সম্পাদিত হবে। মন্ত্রী তথা তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ ভৌমিক এই মামলায় যুক্ত হতে চেয়েছিলেন। জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ ভৌমিকের সেই আর্জি নাকচ করেছে হাইকোর্ট।
Comments are closed.