অপ্রতিরোধ্য রোনাল্ডো! ইউরোয় হাঙ্গেরিকে ৩-০ গোলে হারাল পর্তুগাল

নিজস্ব সংবাদদাতা : বুদাপেস্টে পুসকাস স্টেডিয়ামে ভর্তি দর্শকের সামনে হাঙ্গেরি বধ পর্তুগালের। ৮৩ মিনিট পর্যন্ত স্কোরলাইন গোলশূন্য থাকার পর শেষদিকের ঝড়ে ৩-০ গোলে জয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের।
Two goals and a record-breaking performance from @Cristiano ✨@Heineken | #EUROSOTM | #EURO2020 pic.twitter.com/pK9KEoJkn0
— UEFA EURO 2020 (@EURO2020) June 15, 2021
এদিন পুরো ম্যাচে ৭০ শতাংশ বল পজেশন নিজেদের দখলে রাখা পর্তুগাল প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ নষ্ট করেছিল। হাঙ্গেরির দারুণ জমাট রক্ষণে ম্যাচ গোলশূন্য ড্রর দিকেই এগোচ্ছিল। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি হাঙ্গেরি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ৮৪ মিনিটেই পর্তুগালের হয়ে প্রথম গোল রাফায়েল গুয়েরেইরোর। বক্সের মধ্যে জটলা থেকেই রাফায়েলের গোলমুখী শট হাঙ্গেরির ডিফেন্ডারের পায়ে লেগে ঢুকে যায় গোলে। এরপরই রাফা সিলভাকে বক্সের মধ্যে ফাউল করে বসেন হাঙ্গেরির ওর্বান। পেনাল্টি পায় পর্তুগিজরা।৮৭ মিনিটের মাথায় পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান সিআরসেভেন। এর খানিক বাদেই দুর্ধর্ষ ফুটওয়ার্ক দেখিয়ে ছোট্ট ওয়ান-টু খেলে রোনাল্ডো নিজের দ্বিতীয় ও ম্যাচের তিন নম্বর গোলটা করে হাঙ্গেরির কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন।
🇵🇹 Cristiano Ronaldo = all-time EURO top scorer 🔥
⚽️1⃣1⃣ #EURO2020 pic.twitter.com/Df3N84J5Er
— UEFA EURO 2020 (@EURO2020) June 15, 2021
জোড়া গোলের পর রোনাল্ডোর ইউরোয় মোট গোলসংখ্যা দাঁড়াল ১১-য়। সেই সঙ্গেই ফরাসি কিংবদন্তি প্লাতিনির ৯ গোলকে টপকে ইউরো কাপে সব চেয়ে বেশি গোল করার রেকর্ড গড়লেন তিনি। পাশাপাশি বিশ্বের প্রথম ও একমাত্র ফুটবলার হিসেবে রোনাল্ডো পাঁচটি ইউরো চ্যাম্পিয়নশিপ খেলার নজিরও গড়লেন। ২০০৪, ২০০৮, ২০১২, ২০১৬ ইউরো কাপের পর চলতি ইউরো কাপে খেলছেন তিনি। ২০১৬ সালে রোনাল্ডো দলকে চ্যাম্পিয়ন করান। ফলে এবার পর্তুগাল মাঠে নেমেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই। একইসঙ্গে ইউরোতে সব চেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দখলে। ২১টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। ১৮টি ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে রয়েছেন জার্মানির বাস্তিয়ান সোয়েনস্টাইগার।
Comments are closed.