প্রয়াত জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত
সুদীপ চট্টোপাধ্যায়
তাঁর প্রিয় বুটিকের নাম ‘শূন্য’। সেই বুটিক শূন্য করেই মহালয়ার পুণ্যলগ্নে নিঃশব্দে চলে গেলেন কিংবদন্তি বাঙালি ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত।
ব্রড স্ট্রিটের বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হল বিখ্যাত এই ফ্যাশন ডিজাইনারের দেহ। বাড়ির একতলায় একাই থাকতেন তিনি। উপরের তলায় থাকতেন তাঁর ছেলে ও পুত্রবধূ। পরিবারের তরফে জানানো হয়েছে যে, বৃহস্পতিবার দুপুর থেকে দরজা খোলেননি তিনি। রাতেও অনেকবার ডাকার পরে কোনও সাড়া মেলেনি। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। তারপর পুলিশ এসে দরজা ভেঙে বাড়ির বাথরুমে থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে।
তাঁর মৃত্যুসংবাদ সামনে আসতেই বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় একের পর এক শোকবার্তা ভেসে উঠতে থাকে৷ তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়৷ তা সত্ত্বেও শর্বরী দত্তের ফেসবুক অ্যাকাউন্টে তাঁর বন্ধুবান্ধব থেকে ঘনিষ্ঠমহল, অনুরাগীরা ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন৷
একজন নারী হয়েও পুরুষদের ফ্যাশন ট্রেন্ড সেট করার পিছনে তাঁর অবদান ছিল অনস্বীকার্য৷ বহু বছর ধরে তিনি এই কাজ করেছেন নিরলসভাবে৷ তাঁর হাতের ছোঁয়ায় যেন বদলে যায় বাঙালির ফ্যাশনের সংজ্ঞাই৷ কাজ করেছেন প্রসেনজিৎ থেকে শুরু করে টলিউডের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে। এমনকী অভিষেক বচ্চনের বিয়ের পোশাকও ডিজাইন করেছিলেন তিনি।
আমজনতা হোক বা তারকা, তাঁর ডিজাইন করা পোশাকের ভক্ত প্রায় সকলেই৷ তাঁর কাজ শুধু দেশে নয়, বিদেশেও একইভাবে সমাদৃত৷ ফলে তাঁর এই অস্বাভাবিক প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে ফিল্মজগৎ থেকে শুরু করে বিভিন্ন মহলে।
Comments are closed.