কৃষক আন্দোলনের সমর্থনে এ রাজ্যের রাজনৈতিক বন্দিরা অনশনে

রূপম চট্টোপাধ্যায়
দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে দমদম সেন্ট্রাল জেলের রাজনৈতিক বন্দিরা রবিবার সকাল থেকে ‘অনশন’ শুরু করছেন।
আগামীকাল অর্থাৎ সোমবার বহরমপুর জেলের বন্দিরা অনশন করবেন। আজ দমদমে অনশন করছেন ১০ জন, বহরমপুরে করবেন ৮ জন। এই প্রতীকী অনশনের মধ্যদিয়ে এই রাজ্যে দীর্ঘদিন ধরে কার্যত বিনা বিচারে আটক রাজনৈতিক বন্দিরা দিল্লির আন্দোলনরত কৃষকদের সমর্থন জ্ঞাপন করলেন। এই সিদ্ধান্তের কথা জানিয়ে দমদম সেন্ট্রাল জেলের রাজনৈতিক বন্দিদের তরফে।
এক বিবৃতিতে অখিলচন্দ্র ঘোষ জানিয়েছেন, যে ভাবে এই অতিমারীর সময়ে কেন্দ্রীয় সরকার তিনটি কৃষি বিলের মাধ্যমে কৃষকদের অধিকার কেড়ে নিয়ে কর্পোরেটদের হাতে কৃষি ও কৃষকদের ভাগ্য সঁপে দেওয়া হয়েছে তা তাঁরা মেনে নিতে পারছেন না। এই কৃষি বিলে উল্লিখিত চুক্তি চাষকে এই রাজনৈতিক বন্দিরা ব্রিটিশ আমলের নীল চাষের সঙ্গে তুলনা করে অবিলম্বে এই কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার এই কৃষি আইনে ন্যূনতম সহায়ক মূল্য তুলে দিয়ে যেভাবে কৃষকদের সঙ্গে প্রতারণা করেছে তারও তীব্র বিরোধিতা করেছেন রাজনৈতিক বন্দিরা।
জেল থেকে হাতে লেখা এক প্রেস বিবৃতিতে বন্দিরা আন্দোলনরত কৃষকদের সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে বন্দিরা কেন্দ্রীয় সরকারের কাছে দেশ ও কৃষকের স্বার্থে নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
Comments are closed.